অনুমিতভাবেই লা লিগা জিতল বার্সেলোনা

barcelona

শিরোপার একদম হাতছোঁয়া দূরত্বে ছিলো বার্সেলোনা। বাকি ছিলো আনুষ্ঠানিকতার, সেটাও হয়ে গেল। এসপানিওলকে অনায়াসে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লা লিগার শিরোপা  নিশ্চিত করল বার্সেলোনা।

এসপানিওলের মাঠে বৃহস্পতিবার রাতে বার্সা জিতেছে ২-০ গোলে। এতে করে এক মৌসুম পর লা লিগা জিতল কাতালান দল। স্পেনের শীর্ষ লিগে এটি বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ ২৮তম শিরোপা, ৩৬ শিরোপা জিতে রেকর্ড রিয়াল মাদ্রিদের।

এদিন বার্সেলোনার জয়ের নায়ক তরুণ তারকা লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজ। ৫৩ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়া হেনসি ফ্লিকের দল অন্তিম সময়ে উৎসবে মাতে লোপেজের গোলে।

মূলত গত রোববারই শিরোপা অনেকটা নিশ্চিত করে নেয় বার্সা। প্রবল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ জেতে ৪-৩ গোলে। এরপর তিন ম্যাচের একটা জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত। সেটা তারা করে নিল এসপানিওলের বিপক্ষেই।

এবারের মৌসুমে ঘরোয়া তিনটি ট্রফিই জিতল বার্সা। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে আর লা লিগা জয়ে দলকে সফলভাবে সংগঠিত করে মুন্সিয়ানা দেখালেন ফ্লিক। ঘরোয়া তিন আসর জেতা বার্সার আক্ষেপ থাকতে পারে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইউরোপ সেরার আসরে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ধরাশায়ী হয়ে হতাশ হতে হয়েছে তাদের।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

1h ago