ভিনিসিয়ুসের আবার পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

ছবি: এএফপি

তিন সপ্তাহের মধ্যে দুবার পেনাল্টি মিস করলেন ভিনিসিয়ুস জুনিয়র। আগেরবার রিয়াল মাদ্রিদ কোনোমতে বেঁচে গেলেও এবার তাদের দিতে হলো চরম মূল্য। তাই জোরেশোরে প্রশ্ন উঠেছে, কিলিয়ান এমবাপে দলে থাকলেও কেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিয়মিত স্পট কিক নিচ্ছেন?

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। এতে আসরের শিরোপা ধরে রাখার লড়াইয়ে ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া ভিনিসিয়ুস দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান দলকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রথমার্ধের দশম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। প্রতিপক্ষের ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড এমবাপে ফাউলের শিকার হলে রেফারি বাজান স্পট কিকের বাঁশি। কিন্তু ভিনিসিয়ুসের দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।

এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়ে উল্টো পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চদশ মিনিটে কর্নারে হেড করে বল জালে পাঠান মোক্তার দিয়াখাবি। এই লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। ম্যাচের ৫০তম মিনিটে আগের ভুলের ক্ষতে প্রলেপ দেন ভিনিসিয়ুস। কর্নারে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বলে টোকা দিয়ে গোল করেন তিনি। তবে ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালকে স্তব্ধ করে দেয় ভ্যালেন্সিয়া। সতীর্থের নিখুঁত ক্রসে দারুণ হেডে দলের জয় নিশ্চিত করেন উগো দুরো।

পেনাল্টি মিস করা ভিনিসিয়ুসকে এই ম্যাচে রিয়ালের ভক্ত-সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে। চলতি মৌসুমে তার পারফরম্যান্সেও নেই ধারাবাহিকতার ছাপ। তবে আনচেলত্তির সমর্থন পাচ্ছেন তিনি। রিয়ালের ইতালিয়ান কোচ ম্যাচের পর বলেছেন, 'পেনাল্টি? এই দিক থেকে চলতি মৌসুমে আমাদের অবস্থা বেশ ঝামেলাপূর্ণ। বেলিংহ্যাম, এমবাপে ও ভিনিসিয়ুস সবাই মিস করেছে… আমি তাকে (ভিনিসিয়ুস) কিছুটা আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি।'

গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পট কিক থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস। সেদিন নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলায় রিয়াল পিছিয়ে ছিল ১-০ গোলে। আগের লেগে তারা ২-১ ব্যবধানে জেতায় লড়াইয়ে ছিল ৩-৩ ব্যবধানে সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে নাম লেখায় লস ব্লাঙ্কোরা।

৩০ ম‍্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৬৭। রিয়ালের হারের রাতে বার্সাও পয়েন্ট খুইয়েছে। নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেতিসের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago