পাচুকার বিপক্ষে দারুণ জয় ১০ জনের রিয়ালের

ম্যাচের প্রায় শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাই নিয়েও নিজেদের শক্তি দেখাল লস ব্লাঙ্কোসরা। শুরুর ধাক্কা সামলে মেক্সিকোর পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি।

রোববারের এই জয়ে রিয়ালের হয়ে প্রথম জয় পেলেন কোচ জাবি আলোনসো। তার অধীনে রিয়ালের পয়েন্ট হলো চার। আর টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাচুকা। একই গ্রুপের অপর ম্যাচে পরে মুখোমুখি হবে আল হিলাল ও দ্বিতীয় স্থানে থাকা সালজবুর্গ।

ম্যাচ শুরুর মাত্র সাত মিনিটেই ধাক্কা খায় রিয়াল, যখন রাউল অ্যাসেনসিও সরাসরি লাল কার্ড দেখেন। সালোমন রন্ডন একেবারে গোলমুখে এগিয়ে যাওয়ার সময় তাকে ফাউল করায় এই সিদ্ধান্ত নেন রেফারি। এতে জয়ের আভাস পায় পাচুকা। ৭০,২৪৮ দর্শকে ভরা এনএফএলের ক্যারোলিনা প্যান্থার্সের স্টেডিয়ামের উৎসাহও তখন তুঙ্গে।

পাচুকা দ্রুতই একাধিক সুযোগ তৈরি করে। ব্রাজিলিয়ান কেনেডির শট ঠেকান থিবো কোর্তোয়া, এরপর অ্যালান বাউতিস্তার রিবাউন্ড শটটিও দারুণভাবে বাঁচিয়ে দেন এই বেলজিয়ান গোলকিপার। তবে ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের গতি কমিয়ে এনে পাচুকার সুযোগ সীমিত করে দেয় তারা।

৩৫ মিনিটে দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টায় গোল পায় রিয়াল। গনসালো গার্সিয়ার বুদ্ধিদীপ্ত ফ্লিক থেকে বল পান ফ্রান গার্সিয়া, যিনি বাম পাশে জুড বেলিংহ্যামকে বাড়ান বল। দারুণ স্ট্রাইডে নিয়ে বাঁ পায়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

বিরতির ঠিক দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ ক্লাবটি। ডান দিক থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিচু ক্রস থেকে গনসালোর স্লিক পাস পেয়ে গোলটি করেন আর্দা গুলার।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায় পাচুকা। কোর্তোয়ার গোল লক্ষ্য করে রন্ডন, জন কেনেডি ও ব্রায়ান গনসালেজ শট নেন, কিন্তু বারবার হতাশ হন দুর্দান্ত কোর্তোয়ার কাছে। পাচুকার সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন হাভিয়ের লোপেজ, যখন রিয়ালের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়েও বাইরে মারেন তিনি।

৭০ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত হয়। ব্রাহিম দিয়াসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ফেদেরিকো ভালভার্দে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। তবে শেষ দিকে পাচুকা একটা সান্ত্বনার গোল পায়। এলিয়াস মন্তিয়েলের বাঁকানো শট ফরাসি মিডফিল্ডার চুয়ামেনির গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago