ফিফা ক্লাব বিশ্বকাপ

জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল

Gonzalo Garcia

গোলশূন্য প্রধামার্ধের পর দারুণ হেডে একমাত্র গোল করেন গানসালো গার্সিয়া। এই তরুণের গোলে জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউরোপের এই দুই ঐতিহ্যবাহী ক্লাব মুখোমুখি হয়।জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের পুরো ম্যাচে দেখায় বেশ দাপট। খেলার ৫৪ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত হেডে গোল করেন তরুণ খেলোয়াড় গনসালো গার্সিয়া।

ব্যবধান আরও বেশি হতে পারত। পুরো ম্যাচে জুভেন্টাসের গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিও বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদের আক্রমণ দক্ষতার সঙ্গে রুখে দেন, যার ফলে ব্যবধান আরও বাড়তে পারেনি।

অসুস্থতার কারণে আগের ম্যাচগুলো না খেলা কিলিয়ান এমবাপে এদিনও শুরুতে ছিলেন বেঞ্চে। ৬৮ মিনিটে তাকে নামান আলনসো।

ম্যাচের প্রথমার্ধে জুভেন্টাস কোচ ইগর তুদোরে তার দলকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলাচ্ছিলেন। শুরুতে জুভেন্টাসের রান্দাল কোলো মুয়ানির একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার চিপ শটটি গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।

কেনান ইলদিজের মুয়ানিকে সুযোগটি এনে দিয়েছিলেন। এরপর ইলদিজ নিজেই একটি জোরালো শট নেন যা অরেলিয়েন চুয়ামেনির গায়ে লেগে বাইরে চলে যায়।

জুভেন্টাস বল দখলে রেখে আক্রমণ করার চেষ্টা করছিল, বিরতির আগে রিয়াল মাদ্রিদ খেলায় ফেরে এবং জুড বেলিংহাম ক্লোজ রেঞ্জ থেকে একটি শট নিয়ে জুভেন্টাস গোলরক্ষককে পরীক্ষায় ফেলেন। ফেডেরিকো ভালভার্দে দূর থেকে আরেকটি শট নিয়েছিলেন। তা বাইরে চলে যায়। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও একটি নিচু ক্রস গোল মুখের সামনে দিয়ে পাঠান। কাজে লাগেনি।

বিরতির পর রিয়াল মাদ্রিদ আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বেলিংহামের পাস থেকে ভালভার্দের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বেলিংহামের আরেকটি শট ডি-বক্সের প্রান্ত থেকে ডি গ্রেগোরিও দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন। ডিন হুইসেনের একটি বুলেট গতির শটও রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক।

অবশেষে, রিয়াল মাদ্রিদের একের পর এক আক্রমণের ফল আসে ৫৪ মিনিটে, যখন গার্সিয়ার ক্ষিপ্র হেডে বল জালে জড়ান।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের শেষ আটে নিজেদের স্থান নিশ্চিত করেছে। তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। যারা মেক্সিকোর মন্টেরেরকে ২-১ গোলে হারিয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago