ইসরায়েলকে নিষিদ্ধের দাবি ইতালিয়ান ফুটবল কোচদের সংগঠনের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় ইতালিয়ান ফুটবল কোচদের সংগঠন (এআইএসি) দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

গতকাল বুধবার কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছে সংগঠনটি। এটি ইউরোপ ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। চিঠিতে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

আগামী দুই মাসে ইসরায়েলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইতালি। সেগুলো মাঠে গড়ানোর আগে সংগঠনটি বলেছে, 'ইসরায়েলকে থামতে হবে। ফুটবলকেও (কর্তৃপক্ষ) পদক্ষেপ নিতে হবে।'

এআইএসির সহ-সভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেছেন, 'আমরা শুধু খেলার দিকেই মনোযোগ দিতে পারতাম। অন্যদিকে তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু আমরা বিশ্বাস করি, সেটা সঠিক নয়।'

নিরাপত্তাজনিত কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হিসেবে কোনো ম্যাচ আয়োজন করতে পারে না ইসরায়েল। তাই আগামী ৯ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি তারা খেলবে হাঙ্গেরির দেব্রেচেনে। এরপর ১৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে উদিনেতে দলটি মোকাবিলা করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

গত বছরের অক্টোবরে উদিনেতেই উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তখন খেলা শুরুর আগে ও খেলা চলাকালীন ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন ইতালিয়ান নাগরিকরা। তাই স্টেডিয়ামের ছাদে স্নাইপার স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ওই সময় থেকে গাজায় মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আল জাজিরার খবর অনুসারে, ২২ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা চলতি মাসের শুরুর দিকে ৬২ হাজার ছাড়িয়েছে।

Comments

The Daily Star  | English
Election Commission has proposed stricter amendments to the election law

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

10h ago