কাঠমুন্ডুতে বিক্ষোভ-সংঘর্ষ, বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে। সরকারি বাহিনীর সঙ্গে দিনভর সংঘর্ষ হয়েছে জেন-জি আন্দোলনকারীদের। সেকারণে বাংলাদেশ ও স্বাগতিক নেপালের মধ্যকার দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক এমরান হোসেন তুষার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
আগামীকাল মঙ্গলবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। গত শনিবার একই ভেন্যুতে দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আনফা ও কাঠমুন্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, কাঠমুন্ডুর বিভিন্ন স্থানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিহত হয়েছেন। তাই এদিন দশরথ স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করতে হয় বাংলাদেশ দলকে। তারা হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) নিষেধ করে দেয়।
অনুশীলন সেশন বাতিল করে হোটেলেই অবস্থান করছে বাংলাদেশ। বিকল্প হিসেবে ফুটবলাররা হোটেলের ভেতরের জিমেই অনুশীলন করেছেন। কোচ হাভিয়ের কাবরেরা জোর দিয়ে বলেছেন, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল বাইরে অনুশীলন সেশনে অংশ নেওয়া হবে।
'দলের সব সদস্য নিরাপদে আছেন,' বাংলাদেশের টিম ম্যানেজার আমের খান দিনের শুরুতে জানিয়েছিলেন দ্য ডেইলি স্টারকে।
তিনি আরও বলেছিলেন, 'বিক্ষোভ মূলত চলছে পার্লামেন্ট ভবনের এলাকার কাছে, যা হোটেল থেকে প্রায় ৩০ মিনিট দূরত্বের পথ। তবে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, পুলিশের পাহারা ও পূর্ণ নিরাপত্তা ছাড়া আমরা কোথাও যাব না।'
Comments