আজই নেপাল থেকে ফিরে আসছে বাংলাদেশের ফুটবলাররা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবে বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাল-সবুজদের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচটি। তবে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে।
কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে টানা বিক্ষোভ চলছে। সরকারের আরোপিত সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে জনরোষ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন এই সহিংসতায়।
যদিও এরমধ্যেই প্রথম প্রীতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ আর অনুষ্ঠিত সম্ভব হলো না। নিরাপত্তাজনিত কারণে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও আয়োজক কর্তৃপক্ষ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এতে কিছুটা হতাশ হলেও সতীর্থদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
ফলে আজ বিকেলেই কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন জামাল ভূঁইয়া-তপুরা। এখন জাতীয় দল আবারও ঘরোয়া লিগ ও আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতিতে মনোযোগ দেবে।
Comments