ঘরের মাঠে প্রথম ম্যাচে ৬০০০ দর্শকের সামনে বার্সেলোনার ৬ গোল

ছবি: লা লিগা এক্স

ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হওয়া নির্ধারিত সময়ের চেয়ে নয় মাস পিছিয়ে গেছে। কনসার্ট আয়োজনের কারণে লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামের পিচের অবস্থা হয়ে গেছে করুণ। ফলে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচের জন্য বিকল্প ব্যবস্থা নিতে হয় বার্সেলোনাকে।

আগের তিনটি ম্যাচই শিরোপাধারী কাতালানরা খেলেছিল প্রতিক্ষের ডেরায়। রোববার রাতে তারা প্রথমবারের মতো খেলতে নামে ঘরের মাঠে। তবে ১ লাখ দর্শক ধারণক্ষমতার ক্যাম্প ন্যু কিংবা ৫৬ হাজার দর্শক ধারণক্ষমতার লুইস কম্পানিসে নয়, মাত্র ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।

তা অবশ্য কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি বার্সার পারফরম্যান্সে। বরং তেতে ওঠা হান্সি ফ্লিকের শিষ্যরা ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে। এর মধ্যে পাঁচবার তারা জাল কাঁপায় দ্বিতীয়ার্ধে। ফারমিন লোপেজের পাশাপাশি জোড়া লক্ষ্যভেদ করেন বদলি নামা রাফিনিয়া ও রবার্ত লেভানদোভস্কি। লা লিগার ইতিহাসে কোনো দলের দুজন বদলি খেলোয়াড়ের একই ম্যাচে দুটি করে গোল করার প্রথম ঘটনা এটি।

একতরফা লড়াইয়ের পরিসংখ্যানেও ফুটে ওঠে বার্সেলোনার প্রবল আধিপত্য। যদিও চোটের কারণে এই ম্যাচে তাদের গুরুত্বপূর্ণ সদস্য স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল খেলতে পারেননি। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে তারা ২৪টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে, ভ্যালেন্সিয়া মাত্র দুটি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের ২৯তম মিনিটে ফেরান তরেসের পাস থেকে জাল কাঁপান স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন। আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর গোলের দেখা আর পায়নি ফ্লিকের দল। তবে বিরতির পর আর থামানো যায়নি তাদের। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তিন মিনিটের ব্যবধানে ফারমিন ২৫ গজ দূর থেকে ঠিকানা খুঁজে নিলে চালকের আসনে বসে পড়ে স্বাগতিকরা। ৬৬তম মিনিটে রাফিনিয়া পেয়ে যান নিজের দ্বিতীয় গোল।

দুই মিনিট পর বদলি হিসেবে মাঠে নামেন লেভানদোভস্কি ও দানি ওলমো। ১০ মিনিট পর তাদের সমন্বয়ে পঞ্চম গোল আদায় করে নেয় বার্সেলোনা। ওলমোর পাসে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আরেকবার নিশানা ভেদের উল্লাস করেন তিনি।

এই জয় বার্সাকে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। চার ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। মায়োর্কা ও লেভান্তেকে হারানোর পর গত ম্যাচে তারা রায়ো ভায়েকানোর সঙ্গে ড্র করেছিল। শীর্ষে রয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চার ম্যাচের সবকটিতেই জিতে তারা পেয়েছে পূর্ণ ১২ পয়েন্ট।

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলছে গত দুই বছর ধরে। সেকারণে গত দুই মৌসুমে (২০২৩-২৪ ও ২০২৪-২৫) হোম ভেন্যু হিসেবে লুইস কম্পানিসকে ব্যবহার করেছে তারা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি প্রাথমিকভাবে খেলার কথা ছিল ক্যাম্প ন্যুতে। কিন্তু স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় পরিকল্পনা পাল্টাতে হয় বার্সাকে।

Comments

The Daily Star  | English

Cyber Security Agency urges media not to run convicted fugitive Hasina's statements

Airing such statements is a violation of Cyber Security Ordinance 2025, it says

5h ago