ওসাসুনার বিপক্ষে স্থগিত ম্যাচের নতুন সূচিতে বার্সেলোনার আপত্তি

ছবি: এএফপি

লা লিগায় বার্সেলোনা ও ওসাসুনার মধ্যকার স্থগিত ম্যাচের নতুন সূচি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। কিন্তু পরিবর্তিত দিনক্ষণ পছন্দ হয়নি বার্সার। কাতালানরা এই সূচির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৭ মার্চ বার্সেলোনা ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি আয়োজন করতে চায় আরএফইএফ। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। তবে সোমবার স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বার্সা। মূলত, গত ৮ মার্চ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বার্সার মূল দলের প্রধান চিকিৎসক কার্লসে মিনিয়ারো গার্সিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার নাখোশ হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। সামনেই রয়েছে প্রায় দশদিনব্যাপী ফিফা উইন্ডো। অর্থাৎ ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচ খেলতে ব্যস্ত থাকবেন। বার্সার অধিকাংশ খেলোয়াড় যোগ দিবেন নিজ নিজ জাতীয় দলের স্কোয়াডে। তাদের মধ্যে আছেন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া ও উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্‌দ আরাউহো। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে বার্সায় ফেরার জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে কিনা তা নিয়ে আছে সংশয়।

বাংলাদেশ সময় অনুসারে, আগামী ২৬ মার্চ ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। কয়েক ঘণ্টা পর বহুল প্রতীক্ষিত লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে মোকাবিলা করবে ব্রাজিল। আরএফইএফ ঘোষণা অনুসারে, এরপর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে বার্সাকে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে খেলতে হবে। রাফিনিয়া ও আরাউহো শেষমেশ স্প্যানিশ পরাশক্তিদের ডেরায় যোগ দিতে সক্ষম হলেও ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে খেলতে নামা তাদের জন্য হবে দুঃসাধ্য।

বার্সা তাই আপিল করবে পরবর্তীতে কোনো ফাঁকা সময়ে ম্যাচটি আয়োজনের জন্য। ওসাসুনাও পড়েছে বিপাকে। কারণ, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে লা লিগায় তাদের আরেকটি ম্যাচ রয়েছে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে বার্সা। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে দুইয়ে। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৪ নম্বরে থাকা ওসাসুনার অর্জন ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট।

উল্লেখ্য, বার্সেলোনা ও ওসাসুনা তাদের একাদশ ঘোষণা করার পর ক্লাব দুটির খেলোয়াড়রা ওয়ার্ম-আপও শুরু করে দিয়েছিলেন সেদিন। তবে মিনিয়ারো মৃত্যুর কারণে খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে ম্যাচ স্থগিতের ঘোষণা এসেছিল।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

18h ago