চ্যাম্পিয়ন্স লিগ

আবারও শেষ মুহূর্তে লিভারপুলের গোল, জয়ের নায়ক ফন ডাইক

ছবি: লিভারপুল এক্স

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ম্যাচে তখন ২-২ ব্যবধানে সমতা। মরিয়া হয়ে ওঠা লিভারপুল টানা আক্রমণ করে যাচ্ছে অ্যাতলেতিকোর মাদ্রিদের গোলমুখে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিলল কাঙ্ক্ষিত গোল। দমিনিক সোবোসলাইয়ের কর্নারে লাফিয়ে উঠে হেড করে জাল কাঁপালেন ভার্জিল ফন ডাইক। অধিনায়কের নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে লিভারপুল আবারও উপহার দিয়েছে নাটকীয় একটি জয়। ঘরের মাঠ অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকোকে আর্নে স্লটের শিষ্যরা হারিয়েছে ৩-২ গোলে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল লিভারপুল। আগের চারটি ছিল প্রিমিয়ার লিগে। মজার ব্যাপার হলো, সবকটি ম্যাচেই তারা জয়সূচক গোলের দেখা পেল ৮০ মিনিটের পর, যার তিনটি আবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।

প্রথমবার লিভারপুলের জার্সি গায়ে মাঠে নামেন ইংলিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড ১৭ কোটি ডলার ট্রান্সফার ফিতে নিউক্যাসল ইউনাইটেড থেকে যোগ দেওয়া আলেকজান্ডার ইসাক। তবে মনে হচ্ছিল, অলরেডদের মাঠ ছাড়তে হবে পয়েন্ট খোয়ানোর হতাশা নিয়ে। কারণ ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরেছিল অ্যাতলেতিকো। কিন্তু শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। জন্মদিনের রাতে তার স্বদেশি কোচ স্লটের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত!

নতুন কোনো মুখ নয়, বরং প্রায় এক দশক ধরে দলে থাকা মোহামেদ সালাহই আলো ছড়ান লিভারপুলের হয়ে। মিশরীয় ফরোয়ার্ডের অবদানে ম্যাচ শুরুর প্রথম ছয় মিনিটের মধ্যে স্কোরলাইন ২-০ করে ফেলে স্বাগতিকরা।

চতুর্থ মিনিটে সালাহর ফ্রি-কিকে সতীর্থ অ্যান্ড্রু রবার্টসনের গায়ে লেগে দিক বদল করে বল জালে প্রবেশ করে। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না অ্যাতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের। এগিয়ে যাওয়ার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। এবার রায়ান গ্রাভেনবার্খের সঙ্গে পাস দেওয়া-নেওয়া করে নিচু শটে নিজেই লক্ষ্যভেদ করেন সালাহ।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় অ্যাতলেতিকো। মার্কোস ইয়োরেন্তের নিচু শট গোলরক্ষক অ্যালিসনের গ্লাভস ফাঁকি দিয়ে গোললাইন পেরিয়ে যায়। লিভারপুলের খেলোয়াড়রা অফসাইডের দাবি তুললেও তা ধোপে টেকেনি।

৫৮তম মিনিটে ক্লান্ত সুইডিশ স্ট্রাইকার ইসাককে মাঠ থেকে তুলে নেন কোচ স্লট। তারপরও আক্রমণ ও বল দখলে দাপট বজায় রাখে লিভারপুল। ৬৫তম মিনিটে সালাহর সামনে আরও একটি সুযোগ আসে গোলের। তবে ফ্লোরিয়ান ভির্টজের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময়ের শেষদিকে আবারও মঞ্চে হাজির হন স্প্যানিশ ডিফেন্ডার ইয়োরেন্তে। ৮১তম মিনিটে তার ভলি অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গায়ে লেগে দিক বদল করে জালে জড়িয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে দেখিয়ে চলা ইস্পাতকঠিন দৃঢ়তার সুবাদে ফল নিজেদের পক্ষে নেয় লিভারপুল। এবার পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন ফন ডাইক।

ম্যাচের ফল নির্ধারণী গোলের পর ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। টাচলাইনের পাশে লিভারপুলের দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। নিরাপত্তাকর্মীরা গিয়ে তাকে সরিয়ে না নিলে পরিস্থিতি আরও বাজে হতে পারত। তবে তার এমন আচরণ সহজভাবে নেননি ইতালিয়ান রেফারি মরিজিও মারিয়ানি। সিমিওনেকে সরাসরি লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন তিনি।

Comments

The Daily Star  | English

One-third of local private banks keep NPLs below 10%

Seventeen lenders keep healthier balance sheets amid rising industry bad loans through disciplined lending, close monitoring and strong governance

10h ago