হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে শমিত ও জায়ান, অধিনায়ক তপু

ছবি: বাফুফে

হংকং চায়নার বিপক্ষে ফিরতি ম্যাচে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। জায়গা পেলেন দুই দলের আগের দেখায় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা শমিত সোম, জায়ান আহমেদ ও তপু বর্মণ।

এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার হংকংয়ের মাঠে খেলতে নামবে বাংলাদেশ। কাইতাক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার তপু পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। তবে একাদশে ঠাঁই মেলেনি জামাল ভূঁইয়ার।

হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে ঘরের মাঠ ঢাকার জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। সেদিন শুরুর একাদশে থাকা তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম জায়গা হারিয়েছেন।

গোলপোস্টের নিচে মিতুল মারমা ধরে রেখেছেন স্প্যানিশ কোচ কাবরেরার আস্থা। রক্ষণে তপু ও জায়ানের সঙ্গে আছেন শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন। তবে জায়ানকে খেলানো হতে পারে উইঙ্গার হিসেবেও।

মাঝমাঠে শমিতের পাশাপাশি আছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গী শেখ মোরসালিন।

'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৫। ভারত তৃতীয় স্থানে রয়েছে ২ পয়েন্ট নিয়ে। তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট ১। বাছাইয়ের বাধা পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই তাদের।

বাংলাদেশের শুরুর একাদশ:

মিতুল মারমা, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, কাজী তারিক রায়হান, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

Comments

The Daily Star  | English

'Tarique’s candidacy implies he is a Bangladeshi citizen'

Questioning whether he is a voter ‘irrelevant’, says Attorney General Asaduzzaman

18m ago