এমবাপেকে ৬০ মিলিয়ন ইউরো দিতে নির্দেশ, আইনি ধাক্কায় পিএসজি

ছবি: টুইটার

বেতন ও বোনাস সংক্রান্ত দীর্ঘদিনের আইনি বিরোধে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। ফ্রান্সের একটি শ্রম আদালত মঙ্গলবার রায়ে সাবেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে প্যারিসের ক্লাবটিকে।

২০২৪ সালের জুনে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসী অধিনায়ক এমবাপে। ক্লাব ছাড়ার পর তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী তার পাওনা বেতন ও বোনাস পরিশোধ করা হয়নি। এই মামলায় এমবাপের মোট দাবি ছিল ২৬ কোটির বেশি ইউরো। অন্যদিকে পাল্টা দাবিতে পিএসজি এমবাপের কাছে ৪৪ কোটি ইউরো আদায়ের কথা তোলে, যা শেষ পর্যন্ত আদালতে টেকেনি।

আদালতের রায়ে এমবাপের মূল দাবির একটি অংশ স্বীকৃতি পেলেও তার করা আরেকটি অভিযোগ খারিজ করা হয়েছে। এমবাপে দাবি করেছিলেন, পিএসজি তার চুক্তিতে ফরাসি আইনের ভুল শ্রেণিবিন্যাস (লিগাল ক্লাসিফিকেশন) প্রয়োগ করেছে। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

এই রায় পিএসজির জন্য শুধু আর্থিক নয়, ভাবমূর্তিগত দিক থেকেও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটি তাৎক্ষণিকভাবে জানায়নি তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, এমবাপে পিএসজির ইতিহাসে অন্যতম সফল ও আলোচিত ফুটবলার। তার বিদায় যেমন মাঠের বাইরে বড় খবর তৈরি করেছিল, তেমনি এই আইনি লড়াইও ইউরোপীয় ফুটবলে চুক্তি, বেতন ও খেলোয়াড়–ক্লাব সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Comments

The Daily Star  | English

Unbowed

Mobs vandalise, torch The Daily Star, Prothom Alo offices in nightlong mayhem; 28 Star journos rescued after being trapped for hours on rooftop

8h ago