সুপার ওভারের রোমাঞ্চে ৩৯ বছরের ভিসার বয়স বেড়ে গেছে আরও

ছবি: এএফপি

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করল নামিবিয়া। শুরুতে টাই হওয়া ম্যাচে দলটির জয়ের নায়ক ডেভিড ভিসা। সুপার ওভারে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এই অলরাউন্ডার গড়ে দিলেন ব্যবধান। স্নায়ুচাপ সামলে এমন পারফরম্যান্সের পর ভিসার মনে হচ্ছে, তার বয়স যেন বেড়ে গেছে কয়েক বছর।

রোববার বারবাডোজের কেনসিংটন ওভালে সুপার ওভারে গড়ানো ম্যাচে ওমানকে ১১ রানে হারিয়েছে নামিবিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে ১০৯ রানে গুটিয়ে যায় ওমান। জবাবে পুরো ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১০৯ রানই করতে পারে নামিবিয়া। এরপর সুপার ওভারে নামিবিয়া আগে ব্যাট করে বিনা উইকেটে তোলে ২১ রান। লক্ষ্য তাড়ায় ওমান ১ উইকেট খুইয়ে আটকে যায় ১০ রানে।

ম্যাচসেরার পুরস্কার জেতেন ৩৯ বছর বয়সী ভিসা। পুরো দ্বৈরথের প্রতিটি মোড়ে ছিল তার সরব উপস্থিতি। মূল ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি এক ছক্কায় ৮ বলে অপরাজিত ৯ রান করেন তিনি। এরপর সুপার ওভারে ব্যাট হাতে করেন একটি করে চার ও ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান। আর বল হাতে ১ উইকেট নিয়ে দেন কেবল ১০ রান। 

নামিবিয়াকে জেতানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিসা জানান রোমাঞ্চের জোয়ারে ভাসার কথা, 'মনে হচ্ছে, আজ রাতে বয়সটা কয়েক বছর বেড়ে গেল। খেলা চালিয়ে যাওয়ার জন্য খুব বেশি বছর হয়তো আর আমার কাছে নেই (হাসি)। মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর একটা সন্ধ্যা গেল।'

নিজের পারফরম্যান্স তিনি মূল্যায়ন করেন এভাবে, 'আমি জানতাম, সুপার ওভারে কিছু বল হাঁকাতে পারলে (কাজটা সহজ হয়ে যাবে)। তার পর বল হাতে... মনেই হচ্ছিল, বল করার সুযোগ পেলে (পরিকল্পনা) কাজে লাগাতে পারব।'

লো স্কোরিং এই ম্যাচের উইকেট নিয়ে ভিসার ভাষ্য, 'পিচটা কঠিন ছিল, যেরকম ভেবেছিলাম তেমন আচরণ করেনি। তবে আমরা মানিয়ে নিতে পেরেছি। অসম গতি থাকায় এরকম উইকেটে খাপ খাওয়ানো কঠিন ছিল। এখানে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে কিছু সময় নিতে হবে।'

Comments

The Daily Star  | English

Quiet revolution in fish farming

Over the decades, Bangladesh has lost vast swathes of its waterbodies as its population has kept growing.

16h ago