অবিশ্বাস্য কিছুর আশা জাগিয়ে ভারতের কাছে হারল ওমান

ছবি: এএফপি

বড় লক্ষ্য তাড়ায় প্রথম ১০ ওভারে ১ উইকেট খুইয়ে মাত্র ৬২ রান তুলতে পারল ওমান। এরপর আমির কলিম ও হাম্মাদ মির্জার আক্রমণাত্মক ফিফটিতে অবিশ্বাস্য কিছুর আশা জাগাল দলটি। কিন্তু ইতিহাস থেকে সামর্থ্য— সব বিচারেই এগিয়ে থাকা ভারতের সঙ্গে তারা পেরে উঠল না শেষমেশ। টানা তিন জয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করল সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার আবুধাবিতে লড়াকু ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৮ রান তোলে। জবাবে এশিয়া কাপে নবাগত দল ওমান পৌঁছায় ৪ উইকেটে ১৬৭ রান পর্যন্ত।

ওপেনার কলিম খেলেন ৬৪ রানের ইনিংস। ৪৬ বল মোকাবিলায় তিনি মারেন সাতটি চার ও দুটি ছক্কা। তিনে নামা হাম্মাদ ৩৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় করেন ৫১ রান। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে ৫৫ বলে আসে ৯৩ রান। শেষ ১৮ বলে হাতে ৯ উইকেট নিয়ে ৪৮ রান দরকার ছিল আগেই এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া ওমানের। ভীষণ কঠিন হলেও যা অসম্ভব ছিল না। কিন্তু অস্বস্তিতে পড়লেও ফেভারিট ভারত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।

সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করা ভারতের এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০তম ম্যাচ। আসরের আগের দুই ম্যাচে পরে ব্যাট করা দলটির লক্ষ্য ছিল ব্যাটারদের পরখ করে নেওয়া। সেই কাজটি তারা ভালোমতোই করে। গড়ে প্রায় দুইশর কাছাকাছি রানের বড় পুঁজি।

প্রথম ১০ ওভারে ঠিক ১০০ রান তোলা ভারত বাকি ১০ ওভারে আনে ৮৮ রান। শুরুতে ঝড় তোলেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস। তিনে নামা সঞ্জু স্যামসন ১৮তম ওভার পর্যন্ত টিকে করেন সর্বোচ্চ ৫৬ রান। ৪৫ বল মোকাবিলায় তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। সাতে নামা তিলক বর্মা শেষদিকে আউট হন ১৮ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৯ রান করে।

চমকপ্রদ ব্যাপার হলো, ৮ উইকেট পড়লেও ক্রিজে যাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। ওমানের হয়ে দুটি করে উইকেট নেন শাহ ফয়সাল, জিতেন রামানন্দি ও কলিম।

বোলিংয়ে ভারত তুলে নিতে পারে মাত্র ৪ উইকেট। একটি করে শিকার ধরেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, হার্শিত রানা ও কুলদীপ যাদব। এই ম্যাচের একাদশে ছিলেন না জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাছাড়া, অনিয়মিত বোলারদেরও ব্যবহার করেন সূর্যকুমার। তিনি, স্যামসন ও শুবমান গিল ছাড়া বাকি আটজনই হাত ঘোরান। তাতে বিপদ ঘটার শঙ্কা জাগলেও ওমানের দারুণ প্রচেষ্টা শেষ পর্যন্ত যায় বিফলে।

প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই হারল ওমান। অন্যদিকে, ভারত সুপার ফোরে নিজেদের অভিযান শুরু করবে আগামী রোববার। দুবাইতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago