ওমানে শিয়া মসজিদের কাছে গুলিতে নিহত ৪

ওমানের আল-ওয়াদি আল-কাবির এলাকা। ফাইল ছবি: এএফপি
ওমানের আল-ওয়াদি আল-কাবির এলাকা। ফাইল ছবি: এএফপি

ওমানের রাজধানী মাসকাটে একটি শিয়া মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

সুলতান শাসিত ওমানে এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল। মুসলিমপ্রধান দেশটিতে সুন্নিরাই সংখ্যাগরিষ্ঠ।

পুলিশ এক বিবৃতিতে জানায়, 'আল-ওয়াদি আল-কাবির এলাকার এক মসজিদের কাছে গুলিবর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওমানের রাজকীয় পুলিশ।

পুলিশ জানায়, এই হামলায় চারজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন। পূর্ব মাসকাটের এই হামলায় আহতদের সংখ্যা জানায়নি পুলিশ।

ওমানে নিযুক্ত পাকিস্তানের দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন পাকিস্তানী নাগরিক আছেন। তবে তাদের সংখ্যা এখনো নিশ্চিত নয়।

ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলী হাসপাতালে আহতদের দেখতে যান। পাকিস্তান দূতাবাস এ বিষয়ে এক্সে একটি পোস্ট দিয়েছে।

তিনি ওমানে বসবাসরত পাকিস্তানীদের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। যেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সে অঞ্চল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

মাসকাটে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের জন্য একটি নিরাপত্তা হুশিয়ারি দিয়েছে এবং মঙ্গলবার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

দূতাবাস এক্সে পোস্ট করে জানায়, '(ওমানে বসবাসরত) মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, স্থানীয় সংবাদ অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।'

পুলিশ জানিয়েছে, হামলার পর 'পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রক্রিয়া চালু করা হয়েছে।'

ওমানের আল-ওয়াদি আল-কাবির এলাকার ইমাম আলি মসজিদে গুলিবর্ষণের পর আতঙ্কিত মুসুল্লিরা বের হয়ে আসছেন। ছবি: এএফপি
ওমানের আল-ওয়াদি আল-কাবির এলাকার ইমাম আলি মসজিদে গুলিবর্ষণের পর আতঙ্কিত মুসুল্লিরা বের হয়ে আসছেন। ছবি: এএফপি

এক্সে পোস্ট করে পুলিশ আরও জানায়, 'কর্তৃপক্ষ তথ্য-প্রমাণ জোগাড় করছে এবং এই ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে'

মসজিদের আশেপাশের এলাকা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এএফপির ফটোগ্রাফাররা চেষ্টা চালিয়েও মসজিদের কাছে যেতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মসজিদে হামলার ঘটনা ঘটলেও ওমানে এ ধরনের হামলার ঘটনা নজিরবিহীন।

কুয়েতে ২০১৫ সালে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হন। এই হামলার দায় নিয়েছিল ইসলামিক স্টেট।

একই বছর সৌদি আরবে দুই শিয়া মসজিদে এক সপ্তাহের ব্যবধানে হামলা হয়। এই দুই হামলায় অন্তত ২৫ জন নিহত হন। এ হামলার দায়ও নেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। আইএস এর মূলনীতি অনুসারে, শিয়া মুসলিমরা 'বিধর্মী'।

Comments

The Daily Star  | English

ACC won’t need approval to sue govt officials

The Anti-Corruption Commission will no longer require government approval to file cases against judges and public servants, according to the draft ACC Ordinance 2025.

8h ago