১৪ ভারতীয় নাগরিককে দুই দফা পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ 

পুশ-ইনে ব্যর্থ হয়ে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিএসএফ। ছবি: সংগৃহীত

দুই দিনে দুই দফায় নিজেদের ১৪ নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত বুধবার ও বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ১৪ ভারতীয় নাগরিকের মধ্যে ৪ শিশুসহ ৬ পুরুষ ও ৪ নারী ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ২টার দিকে মদনের ঘাট দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের বাউশমারী ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির রামকৃষ্ণপুর বিওপি টহল দলের তৎপরতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা ব্যর্থ হয়। 

পুশ-ইনে বিজিবির বাধা। ছবি: সংগৃহীত

পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা আবারও পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্তের শূন্যরেখায় তৎপরতা বৃদ্ধি করে। 

পরে নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে ভারতের চাইডোবা নামক এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয়া ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন এসি অনিল কুমার এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহিষকুণ্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান। 

বৈঠকে বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিএসএফ সীমান্তের শূন্যরেখা ১৪ ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত নিয়ে যায়।

Comments