কুড়িগ্রাম সীমান্তে ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতের মধ্যভাগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দেওয়া হয়।
তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। ভোরে তারা বিভিন্ন দিকে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ কিছু এলাকায় বিজিবির হাতে আটক হন।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ ঘটনার সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
আটককৃতদের একজন ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী। তিনি জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী-পুরুষ মিলে মোট ৯ জন ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানিয়েছেন, তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে।


Comments