লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক

বিজিবির হাতে বিএসএফ আটক
পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্য। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল।

আটক করার সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় ১ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় টহলরত রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক বিএসএফ সদস্য বিজিবি ক্যাম্পে আছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago