মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
গতকাল শনিবার সন্ধ্যায় পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, ১৪ জনের মধ্যে চারজন নারী, ছয়জন পুরুষ ও চার শিশু রয়েছে। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
কাথুলী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান পতাকা বৈঠকের পর বলেন, সীমান্তের ভেতরে ১৩৩/৩-এস পিলার এলাকা দিয়ে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
বিএসএফের তাইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমার তাদের হস্তান্তরের নেতৃত্ব দেন।
যাদের হস্তান্তর করা হয়েছে তাদের একজন হানিফুর রহমান। তিনি বলেন, আমি তিন বছর আগে উন্নত জীবিকার সন্ধানে দালালদের সহায়তায় ভারতে গিয়েছিলাম।
তিনি বলেন, আমি হরিয়ানার একটি কাগজের ব্যাগ কারখানায় কাজ করতাম। গত ২১ সেপ্টেম্বর ভারতীয় পুলিশ আমাদের গ্রেপ্তার করে। পরে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, তাদের পরিবারের কাছে হস্তান্তরের আগে তাদের ঠিকানা যাচাই করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।
Comments