ভারতে আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবির তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, তাদের মধ্যে চার শিশু, পাঁচজন নারী ও সাতজন পুরুষ রয়েছে।
আবুল কাশেম বলেন, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৬ বাংলাদেশিকে বিএসএফ হস্তান্তর করে এবং রাত ১০টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
তিনি জানান, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোশারাফ ঢালী (৫৭), ইউনুস আলী (৪২), তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের ঝরনা পারভিন (৩৭), তার ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার মেয়ে সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার ছেলে মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬) ও খুলনার কয়রা উপজেলার বেদকাশী গ্রামের জিল্লুর রহমান (২৩)। দীর্ঘদিন ধরে তারা ভারতে অবস্থান করছিলেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
ফেরত আসা বাংলাদেশিদের একজন মোশারাফ ঢালী জানান, তারা ১২ বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা পশ্চিমবঙ্গের দমদম এলাকায় কারখানাসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ভারতে ধরপাকড় শুরু হলে শুক্রবার সকাল ১১টায় হাকিমপুর সীমান্তের আমুদিয়া ক্যাম্পে এসে বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন। এরপর শনিবার সন্ধ্যায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
Comments