টি-টোয়েন্টি বিশ্বকাপ

উগান্ডাকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু করল আফগানিস্তান

রাহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরারের বিশাল উদ্বোধনী জুটিতে রানের পাহাড়ে চড়ার ভিত পেয়েছিলো আফগানিস্তান, শেষের ৫ ওভারে খেই হারিয়ে সেটা না হলেও তাদের পুঁজি ঠিকই উগান্ডার কাছে হলো পাহাড়সম। জবাবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দলটি ফজলহক ফারুকিদের সামনে কোনরকম লড়াই জমাতে পারেনি।

গায়ানায় মঙ্গলবার 'সি' গ্রুপের ম্যাচে উগান্ডাকে ১২৫  রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে আফগানিস্তান। আগে ব্যাটিং পেয়ে ১৮৩ করে আফগানরা। জবাবে স্রেফ ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা।

আফগানদের হয়ে প্রায় সব রানই করেন দুই ওপেনার। গুরবাজ ৪৫ বলে করেন ৭৬, ইব্রাহিম ৪৬ বলে থামেন ৭০ করে। উগান্ডাকে অল্প রানে আটকে দিতে বল হাতে সবচেয়ে সফল বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। মাত্র ৯ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন তিনি।

বিশাল রান তাড়ায় নেমে ফারুকির বলে বাউন্ডারিতে শুরু করেন রোনাক প্যাটেল। ঠিক পরের বলেই বোল্ড হয়ে যান তিনি, রজার মুকাসা ক্রিজে এসেই হন এলবিডব্লিউ। তিন বলের মধ্যে ৪ রানে পড়ে ২ উইকেট। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমান ফেরান সিমন সেসেজিকে। ৮ রানে পড়ে যায় ৩ উইকেট। উইকেটের পতনের স্রোত থামেনি পরেও। পঞ্চম ওভারে দীনেশ নাকরানি ও আলপেশ রামজানিকে পর পর ফেরান নাবিন উল হক।

রিয়াজাত আলি শাহ আর রবিনসন ওবুইয়া মিলে খানিকক্ষণ প্রতিরোধ গড়েন, তবে রান বাড়াতে পারছিলেন না তারা। অনেকটা টেস্ট মেজাজে খেলে সময় কাটান ক্রিজে। ৪৫ বলে জুটিতে ২৯ আসার পর ফারুকি এসে হানেন আঘাত। ৩৪ বলে ১১ করে রিয়াজাত আউট হওয়ার পরের বলেই বিদায় নেন অধিনায়ক মাসাবা। পরে আক্রমণে এসে দ্রুতই লেজ মুড়ে দেন অধিনায়ক রশিদ খান।

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন গুরবাজ-ইব্রাহিম। দুই ওপেনার মিলে আনতে থাকেন ঝড়ো শুরু। মনে হচ্ছিলো দুইশো ছাড়িয়েও অনেকদূর যাবে আফগানিস্তান। ১৫তম ওভারে গিয়ে ভাঙে এই জুটি। ৪৬ বলে ৭০ করে ব্রায়ান মাসাবার বলে বোল্ড হন ইব্রাহিম।

পরের ওভারে ৪৫ বলে ৭৬ করে ফেরেন গুরবাজও। শেষ ৫ ওভারে একের পর এক উইকেট হারিয়ে স্রেফ ২৭ রান যোগ করতে পারে আফগানিস্তান। তাতেও স্কোর যে জায়গায় যায় সেটার সামনে লড়াই করার বাস্তবতা ছিলো না উগান্ডার।

Comments

The Daily Star  | English

CA pays homage to Liberation War martyrs on Victory Day

The nation is celebrating the Victory Day with elaborate programmes paying homage to the martyrs who made supreme sacrifice in 1971

47m ago