আফগানিস্তানে পাকিস্তানি সেনাদের হামলায় নিহত ১০: তালেবান

ছবি: ডয়চে ভেলে

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনাদের বোমা হামলায় কমপক্ষে নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন বলে আজ মঙ্গলবার জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি আরও জানান, পাকিস্তান কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে। এতে চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এক্স হ্যান্ডলে ছবি শেয়ার করে জাবিহুল্লাহ মুজাহিদ লেখেন, গতকাল রাত ১২টায় খোস্ত প্রদেশের গেরবজও জেলায় পাকিস্তানি সেনারা স্থানীয় বাসিন্দা উইলায়েত খানের বাড়িতে বোমা হামলা চালায়, এতে ৯ শিশু (৫ ছেলে ও ৪ মেয়ে) এবং এক নারী নিহত হন এবং তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়।

  পাকিস্তানি সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

পাকিস্তানের পেশোয়ারে একদিন আগেই আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর তিন কর্মী নিহত হন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর অক্টোবর মাসে পাকিস্তানি ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে উভয় পক্ষ দোহায় এক শান্তি চুক্তিতে সই করে। তবে তুরস্কে চলা শান্তি আলোচনা দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়া শেষ হয়।
 

Comments