আইইডি বিস্ফোরণে পাকিস্তানে ৩ পুলিশ সদস্য নিহত

আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি। ছবি: ডন

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে পাকিস্তানের ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার প্রদেশের পানিয়ালা এলাকায় এ বিস্ফোরণে আরও ২ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তবর্তী এলাকায় গত অক্টোবরে দুই পক্ষের সহিংস অবস্থানের পর যুদ্ধবিরতি হলেও, কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা এখন চরমে।

ইসমাইল খান শহরের পুলিশ কর্মকর্তা আলী হামজার বরাতে এএফপি জানায়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এটি আইইডি।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান (টিটিপি) দীর্ঘদিন ধরে এ প্রদেশে বিভিন্ন ধরনের হামলা চালিয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পানিয়ালা কাছে অবস্থিত বান্নু শহরে গতকাল মঙ্গলবার বন্দুকধারীরা স্থানীয় প্রশাসক শাহ ওয়ালিকে হত্যা করে এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা কামাল খান জানিয়েছেন।

এতে ২ কর্মকর্তা নিহত এবং ৩ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

টিটিপির একটি অংশ অবশ্য এ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বেসামরিক নাগরিক মৃত্যুর হার ৮০ শতাংশ বেড়েছে।

এর মধ্যে ১১ নভেম্বর রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে নজিরবিহীন আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত হয়। টিটিপির একটি অংশ এ হামলার দায় স্বীকার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে পাকিস্তানে জঙ্গি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

11h ago