পর্দার সামনে এক, পেছনে আরেক দৃশ্য

টসের সময়েই দেখা গেল বিরল চিত্র। ক্রিকেট মাঠে প্রথমবার দুই দলের অধিনায়ক কথা বললেন আলাদা দুই ধারাভাষ্যকারের সঙ্গে। স্বাভাবিকভাবেই সেই দুজন তাদের স্বদেশি। ম্যাচের আগে ট্রফি নিয়ে ফটোসেশনে গেলেন কেবল পাকিস্তান অধিনায়ক সালমান আগা, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেন দূরে।
রোববার দুবাইতে চরম বিরোধপূর্ণ পরিবেশে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। পর্দার ভেতরের এমন দৃশ্যের ঠিক বিপরীত দেখা গেছে পর্দার বাইরে। দর্শকদের মধ্যে উত্তেজনা যেমন আছে, তেমনি আছে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কও।
টস পরিচালনা করতে লিফট দিয়ে নিচে নামছিলেন সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী ও সাবেক পাকিস্তানি তারকা ওয়াকার ইউনুস। দুজনকে হৃদ্যতাপূর্ণ পরিবেশেই পাওয়া যায়। অথচ খানিকপরই বিভাজনের একটা দৃশ্য পরিচালনা করেন তারা।
সমর্থকদের মধ্যে নিজেদের দেশের জয়ের প্রতি তাড়না আছে। আবার চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক তারকাদের দেখলেই হুমড়ি খেয়ে মোবাইল ক্যামেরা চালাতে দেখা গেছে।
ভারতের জার্সি পরা এক পুরুষ ও পাকিস্তানের জার্সি পরা এক নারী পাশাপাশি খোশগল্পে ঢুকছিলেন গ্যালারিতে। জানান, দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক দিনের। রাজনীতির বিরোধ নিয়ে তারা খুব একটা আগ্রহী না। খেলা দেখতে এসেছেন স্রেফ ক্রিকেটের টানে।
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে লড়ছে ভারত ও পাকিস্তান। এবারের টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয় দেখা তাদের। গ্রুপ পর্ব ও সুপার ফোরে আগের দুই ম্যাচেই ভারত জেতে একপেশে লড়াইয়ে।
গত ১৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচের দিন খেলা শেষে ভারত সৌজন্যতা বিনিময়ে হাত না মিলিয়ে মাঠ ছাড়ে। প্রতিবাদে প্রেজেন্টেশন অনুষ্ঠান বর্জন করে পাকিস্তান। টানা দুটি সংবাদ সম্মেলনও বর্জন করে তারা।
২১ সেপ্টেম্বর পরের দেখায় পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ফিফটি করে রাইফেল তাক করার মতো করে উদযাপন করেন। হারিস রউফকেও অনাকাঙ্ক্ষিত অঙ্গভঙ্গি করতে দেখা যায়। খেলা শেষে সংবাদ সম্মেলনে ঝাঁজ দেখান সূর্যকুমার। এসিসি প্রতিক্রিয়া না দেখালেও আইসিসি তাদেরকে সতর্ক করে।
Comments