কুমিল্লার হয়ে নামবেন মঈন, বরিশালে খেলতে এসেছেন রাজাপাকসে

moeen ali & bhanuka rajapaksa

বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। এবার প্লে অফের লড়াই। এই লড়াইয়ে কোন কমতি রাখতে চাইছে না দলগুলো। বড় তারকাদের দলে টানার এক রকম প্রতিযোগিতা দেখা যাচ্ছে। শুক্রবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি, ফরচুন বরিশাল নিয়ে এসেছে শ্রীলঙ্কার আগ্রাসী ব্যাটার ভানুকা রাজাপাকসেকে।

শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচ খেলে পিএসএল খেলতে দেশে ফিরে গেছেন কুমিল্লার দুই পাকিস্তানি খুশদিল শাহ ও মোহাম্মদ রিজওয়ান। তাদের অভাব যাতে টের না পাওয়া যায় সেজন্য আগেভাগেই এসেছিলেন আন্দ্রে রাসেল আর সুনিল নারাইন। এবার মঈনকে উড়িয়ে এনেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ না থাকলে হয়ত এসব তারকাদের আরও আগে থেকেই দেখা যেত। কুমিল্লার হয়ে গত আসরেও খেলেছিলেন মঈন। ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ২২৫ রান করেছিলেন, অফ স্পিনে নিয়েছিলেন ৯ উইকেট।

২০১৩ সালে মঈনকে বিপিএল খেলতে দেখা গিয়েছিল দুরন্ত রাজশাহীর হয়ে। তখন আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে বড় তারকা হওয়া হয়নি তার।

বাংলাদেশে আসার আগে আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়ে ৭ ম্যাচে মঈন করেন মোটে ৭৬, উইকেট পান ২টি। তবে ওই টুর্নামেন্টের মাঝে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঈন দেখান ঝলক। একটিতে ৪৫ বলে ৫১ আরেকটিতে ২৩ বলে খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস।

মঈনের মতো রাজাপাকসেও আগে বিপিএল খেলেছিলেন। এবার দ্বিতীয়বার খেলবেন সাকিব আল হাসানের বরিশালের হয়ে। বিপিএল খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে সময়টা ভালো যায়নি তার।

বাঁহাতি আগ্রাসী ব্যাটার রাজাপাকসে শুরুতেই তুলতে পারেন ঝড়। বরিশাল এমন কিছুরই খোঁজ করছে। পাকিস্তানি মোহাম্মদ ইফতেখার ফিরে যাওয়ার পর তারা এর আগে এনেছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে।

প্রিটোরিয়াস-রাজাপাকসেদের বড় পরীক্ষা রোববার। এলিমিনেটর ম্যাচে তারা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। হারলেই নিতে হবে বিদায়। জিতলে ফাইনালে যাওয়ার জন্য থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের অপেক্ষা।

রোববার দিনের অন্য ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

এদিকে আইপিএল টি-টোয়েন্টি খেলে রংপুরে যোগ দেওয়ার কথা সিকান্দার রাজার। যিনি দলটির হয়ে টুর্নামেন্টের শুরুতে দুই ম্যাচ খেলে গেছেন। এছাড়াও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকেও দলে ভেড়াতে চাইছে তারা।

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

1h ago