একটা ম্যাচে ‘অ্যাক্সিডেন্টালি’ ৫ উইকেট পড়ে গেছে বাংলাদেশের: রাজ্জাক

ছবি: এএফপি

দুবাইয়ে ৯ ওভারের মধ্যে ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। তখন স্কোরবোর্ডে রান স্রেফ ৩৫। সেই ধাক্কা আর পুরোপুরি সামলানো হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের যাত্রা শুরু হয়েছে ভারতের কাছে ৬ উইকেটে হেরে। তবে সেদিনের শুরুর ওই ব্যাটিং বিপর্যয় ঘটনাক্রমে হয়েছে বলে মনে করেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের এই নির্বাচকের মতে, বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা তেমন বাজে নয়।

গত বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভারতের কাছে হার সঙ্গী করে ইতোমধ্যে তারা পৌঁছে গেছে পাকিস্তানের ইসলামাবাদে। আগের রাতে সেখানে নামার পর বিশ্রামের খুব একটা সুযোগ হয়নি ক্রিকেটারদের। শনিবার দুপুরে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে অনুশীলন হয়েছে প্রায় তিন ঘণ্টাব্যাপী।

বাংলাদেশের অনুশীলন চলাকালীন গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ভারতের বিপক্ষে বেহাল ব্যাটিংয়ের বাজে অভিজ্ঞতা বয়ে না বেড়ানো উচিত, 'একটা ম্যাচ হয়েছে যে, (শুরুতে দ্রুত) ৫ উইকেট পড়ে গেছে আমাদের। তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা অ্যাক্সিডেন্ট (দুর্ঘটনা)। আমি মনে করি, আমরা অন্তত ওই ধরনের দল না। এটা অ্যাক্সিডেন্টালি (ঘটনাক্রমে) ঘটেছে।'

Abdur Razzak

সেদিন ওপেনিংয়ে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। তিনে নামা অধিনায় নাজমুল হোসেন শান্তও রানের খাতা খুলতে পারেননি। ছয়ে নেমে গোল্ডেন ডাকের তেতো স্বাদ নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টপ অর্ডারে সৌম্য-শান্তদের রান না পাওয়া নিয়ে চিন্তার কিছু দেখেন না বাংলাদেশের সাবেক স্পিনার রাজ্জাক, 'রানে নেই বলাটা... ওরা কিন্তু আসলে ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই, আমাদের টপ অর্ডাররা। কেবল শেষ ম্যাচে একটু খারাপ হয়েছে। এটা ছাড়া আর সব কিছুই ঠিক আছে। ইনশাল্লাহ পরের ম্যাচে এরকম হবে না।'

দলের সার্বিক পরিস্থিতি ইতিবাচক মনে হচ্ছে তার কাছে, 'দলের অবস্থা ভালো। অনুশীলন ভালো হচ্ছে, এখানকার সুযোগ-সুবিধাও ভালো। প্রথম ম্যাচ যেটা চলে গেছে, সেটা চলেই তো গেছে। ওটা তো টেনে নিয়ে বেড়ানো যাবে না। জিতলেও ওটা ওখানেই শেষ হয়ে যেত। আমার মনে হয়, হারলেও তাই করা দরকার। এমনিতে অন্যান্য সবকিছু ভালো যাচ্ছে।'

ইসলামাবাদে অবস্থান করে ২৩ কিলোমিটার দূরের রাওয়ালপিন্ডিতে গিয়ে পরের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যারা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে। ছন্দে থাকা কিউইদের বিপক্ষে না জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে শান্তদের। কাজেই এই ম্যাচ এক অর্থে বাঁচা-মরার লড়াই।

ছবি: এএফপি

দুবাইয়ে খেলার পর রাওয়ালপিন্ডির কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রাজ্জাকের দৃষ্টিতে স্বাভাবিক, 'আজকের অনুশীলন দেখে ভালো লাগল। আর এই কন্ডিশন কিন্তু খুব আহামরি অপরিচিত না আমাদের জন্য। আজকে অনুশীলন হলো। আগামীকালও হবে হয়তো অল্প সময়ের জন্য। আমার মনে হয়, এর মধ্যে ওরা মানিয়ে নেবে। যেহেতু একই টুর্নামেন্ট, সেহেতু খেলোয়াড়দের যে কোনো সময়ে যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতেই হবে। এখানে অভিযোগ করার কিছু নেই।'

বাংলদেশ দলের এই নির্বাচক যোগ করেন, 'নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে জানি না। আমরা যে অবস্থাতে আছি, খুব একটা খারাপ অবস্থাতে এখন নেই। আমরা যেহেতু টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি, একটু তো হতাশা থাকেই। আমি নিশ্চিত যে, খেলোয়াড়রা মানিয়ে নেবে।'

কিউইদের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত হলেও সেটা নিয়ে না ভেবে নিজেদের দিকে মনোযোগী হওয়ার বার্তা দেন রাজ্জাক, 'নিউজিল্যান্ড সব ধরনের ক্রিকেটেই বেশ ভালো আছে। এখানে এসে ওর আগে ওরা (পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয়) সিরিজও জিতেছে। তবে এটা একটা আলাদা টুর্নামেন্ট। তো এখানে আমি ওটা টানতে চাই না।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago