যেসব ইতিহাস গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল

ছবি: ইকরামুল হাসান শাকিল

সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে শাকিল এভারেস্ট জয় করেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে তার গিয়ার পার্টনার ৮কে এক্সপেডিশনস।

শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় গত ২৫ ফেব্রুয়ারি, কক্সবাজার থেকে। এরপর ৯০ দিনের মধ্যেই প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন এই ৩১ বছর বয়সী। তার চেয়ে কম বয়সে ও কম সময়ে এই যাত্রা সম্পন্ন করেনি কেউ।

তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্যও এটি একটি বড় অর্জন।

একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ ও কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন শাকিল। পথে অনেক বন্ধু ও অভিযাত্রীরাও সঙ্গ দিয়েছেন তাকে।

২৫ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে যাত্রা শুরুর ১২ দিনের মাথায় ঢাকায় পৌঁছান শাকিল।

৯ মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরে স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান। এই যাত্রা বেশ ব্যয়বহুলও। কেবল এভারেস্ট আরোহণের অনুমতি নিতেই ১৫ হাজার ডলার (১৮ লাখ ২৪ হাজার টাকা) খরচ পড়ে।

ঢাকায় কয়েকদিন বিশ্রাম নিয়ে সব গুছিয়ে মার্চের মাঝামাঝি সময়ে সায়েদাবাদ থেকে সহযাত্রীদের নিয়ে আবার যাত্রা শুরু করেন শাকিল। এরপর বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনির রেকর্ড ভাঙেন শাকিল। ১৯৯০ সালে ভারতের গঙ্গাসাগর থেকে হেঁটে এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছাতে তিন মাসেরও বেশি সময় নিয়েছিলেন টিম।

শাকিলের এই অভিযান আয়োজনের দায়িত্বে ছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। সহযোগী স্পন্সর হিসেবে যুক্ত ছিল ইউএনডিপি, মাকালু ই-ট্রেডার্স নেপাল ও সিস্টেমা টুথব্রাশ।

নেপালের এক হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ 'গ্রেট হিমালয়া ট্রেইল' সফলভাবে সম্পন্ন করে আগেও ইতিহাস গড়েছেন শাকিল। এখন পর্যন্ত বিশ্বের ৩৩ জন অভিযাত্রী এই ট্রেইল সম্পন্ন করেছেন, যার মধ্যে শাকিলই একমাত্র বাংলাদেশি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago