জেন-জি বিক্ষোভের অগ্নিসংযোগ-ভাঙচুর ‘ফৌজদারি অপরাধ’: নেপালের প্রধানমন্ত্রী সুশীলা

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ছবি: কাঠমান্ডু পোস্ট/এএনএন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ছবি: কাঠমান্ডু পোস্ট/এএনএন

নেপালের সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, জেন-জি আন্দোলনের অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাগুলো দেশের বিরুদ্ধে 'ফৌজদারি অপরাধ' হিসেবে বিবেচিত হবে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

শুক্রবার সন্ধ্যায় শপথ নেওয়া কার্কি আজ রোববার থেকে সিংহ দরবারে দায়িত্ব নেন।

সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের তদন্ত করা হবে। পরবর্তীতে, সবার সামনে প্রকৃত সত্য প্রকাশ করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

দেশকে সঠিক পথে নিয়ে যেতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন সুশীলা।  

গণমাধ্যমকে তিনি বলেন, 'মাত্র ২৭ ঘণ্টার আন্দোলনে এতোটা পরিবর্তন আমি এর আগে কখনো দেখিনি। আন্দোলনকারীদের দাবি মানতে আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পদের প্রতি আমার কোনো লোভ ছিল না; শুধুমাত্র সবার অনুরোধে সাড়া দিয়ে এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়েছি।'

'বিক্ষোভ-আন্দোলনের নামে যা হয়েছে, তা দেখে মনে হচ্ছে এগুলো সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এতে ষড়যন্ত্রের প্রশ্ন উঠছে', যোগ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা।  

জেন-জি আন্দোলনে নেপালের পার্লামেন্ট ভবন অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়। ছবি: এএফপি
জেন-জি আন্দোলনে নেপালের পার্লামেন্ট ভবন অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়। ছবি: এএফপি

সুশীলা কার্কি জানান, সরকার সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার তদন্ত করবে।

দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার জন্য সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান সুশীলা।

দিনের শুরুতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন সুশীলা।

তিনি বিক্ষোভে হতাহতদের জন্য অনুদানের ঘোষণা দেন এবং অন্তর্বর্তী সরকারের রোডম্যাপের অংশ হিসেবে অবিলম্বে নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেন।

Comments

The Daily Star  | English

Jamaat question deepens rift within NCP

A day before deadline for submitting nomination papers, NCP faces turmoil as as two leaders quit over proposed seat-sharing deal with Jamaat.

10h ago