আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দ. আফ্রিকা ম্যাচের আগে ধাক্কা পাকিস্তান শিবিরে

টানা তিন হারে এমনিতেই কোণঠাসা অবস্থায় রয়েছে পাকিস্তান

দ. আফ্রিকা ম্যাচের আগে ধাক্কা পাকিস্তান শিবিরে

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা

টানা তিন ম্যাচ হেরে এমনিতেই কোণঠাসা অবস্থায় পাকিস্তান, তার উপর আরও একটি ধাক্কা খেয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারছেন না অভিজ্ঞ পেসার হাসান আলী। ফলে বাঁচামরার লড়াইয়ে কিছুটা হলেও শক্তি কমল দলটির।

বিশ্বকাপে টিকে থাকতে হলে শেষ চার ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। এমনকি জয় পেলেও থাকতে পারে নানা সমীকরণ। অন্য দলের ফলাফলেও চোখ রাখতে হচ্ছে। ফলে সামান্য পা হড়কানোর কোনো সুযোগ নেই। এমন অবস্থায় নিজেদের সেরাটাই চাইবে যে কোনো দল। কিন্তু জ্বরে কাবু হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে থাকছেন না হাসান।

তবে জ্বর থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন হাসান। যদিও শারীরিকভাবে কিছুটা দুর্বল তিনি। আর এই দুর্বলতা নিয়ে তাকে মাঠে নামাতে রাজি নয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। আসরের বাকি ম্যাচগুলোর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চায় তারা।

এবারের বিশ্বকাপে হাসান অবশ্য পাকিস্তানের মূল পরিকল্পনার অংশ ছিলেন না। নাসিম শাহর চোটে জায়গা মিলে তার। আসর জুড়ে নাসিমকে দারুণ মিস করেছে দলটি। তার ঘাটতি সামান্যই পূরণ করতে পেরেছেন হাসান। তবুও দলের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় খারাপ নয়। তাই তার না থাকা ভোগাতে পারে দলটিকে।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন হাসান। তার ইকনমি রেট দলের অপর দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের থেকে ভালো। টানা ডট বল করে প্রতিপক্ষদের উপর চাপ তৈরি করতে দেখা গিয়েছে হাসানকে। তার পরিবর্তে জায়গা করে নিতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এছাড়া আরও একটি পরিবর্তন দেখা যেতে পারে পাকিস্তানের মূল একাদশে। অভিজ্ঞ ওপেনার ফখর জামান ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ইমাম-উল-হক। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতের রেকর্ড ভালো বলেই দলে ফিরতে পারেন ফখর।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago