প্রায় ৫০০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি

গবেষণাভিত্তিক অনলাইন প্রকাশনা সাইবারনিউজের প্রতিবেদন অনুসারে, ৪৮৭ মিলিয়ন ব্যবহারকারীর ফোন নম্বরসহ একটি হোয়াটসঅ্যাপ ডেটাবেস চুরি হয়েছে। 'সবার কাছে পরিচিত' একটি হ্যাকার ফোরামে তা বিক্রিও করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই ডেটাবেসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ইতালি ও ভারতসহ ৮৪টি দেশের ব্যবহারকারীর ফোন নম্বর আছে।

প্রতিবেদনে বলা হয়, চুরি হওয়া ডেটাবেসে ৩২ মিলিয়ন মার্কিন গ্রাহক এবং ১১ দশমিক ৫ মিলিয়ন যুক্তরাজ্যের গ্রাহকের ফোন নম্বর আছে। তবে মিশরীয় ব্যবহারকারীদেরদের সংখ্যা বেশি সেখানে। মিশরের প্রায় ৪৫ মিলিয়ন মানুষের ফোন নম্বর আছে ওই ডেটাবেসে।

হ্যাকাররা আরও দাবি করছে, ৩৫ মিলিয়নেরও বেশি ইতালীয়, প্রায় ১০ মিলিয়ন রুশ এবং ৬ মিলিয়নেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর ফোন নম্বরও এখন তাদের দখলে।

বিশ্বব্যাপী মাসিক ২ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী আছে হোয়াটসঅ্যাপের।

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

19m ago