বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম পরিষেবা বিঘ্নিত

ইনস্টাগ্রামের লোগো। প্রতিকী ছবি: এএফপি
ইনস্টাগ্রামের লোগো। প্রতিকী ছবি: এএফপি

মেটা প্ল্যাটফর্মস এর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করতে যেয়ে গতকাল অসংখ্য গ্রাহক সমস্যার মুখোমুখি হয়েছেন। কিছু সময়ের জন্য ইনস্টাগ্রাম 'ডাউন' ছিল বলে জানা গেছে।

এ সময় বিশ্বের বিভিন্ন দেশের হাজারো গ্রাহক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে ব্যর্থ হন।

গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্স ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরডটকমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন। ডাউনডিটেক্টর গ্রাহকদের জমা দেওয়া এরর রিপোর্টসহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এ বিষয়টি নিরীক্ষা করে।

এ ছাড়াও যুক্তরাজ্যের প্রায় ২ হাজার এবং অস্ট্রেলিয়া ও ভারত, উভয় দেশের ১ হাজারের বেশি ব্যবহারকারী ছবি এ ধরনের সমস্যায় পড়েছেন বলে জানায় ডাউনডিটেক্টর।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠানের নাম মেটা প্ল্যাটফর্মস। এ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি মার্ক জাকারবার্গ।

এ বিষয়ে জানার জন্য রয়টার্স মেটার সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

26m ago