নেটফ্লিক্সে আসছে টার্মিনেটর অ্যানিমে সিরিজ

নেটফ্লিক্সে শিগগির আসছে দ্য টার্মিনেটর অ্যানিমে। ছবি: সংগৃহীত
নেটফ্লিক্সে শিগগির আসছে দ্য টার্মিনেটর অ্যানিমে। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী 'দ্য টার্মিনেটর' এর বেশ কয়েকটি পর্ব সিনেমা ও সিরিজ আকারে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আর্নলড শোয়ার্জনিগার অভিনিত টার্মিনেটর টু: জাজমেন্ট ডে সিনেমা বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে তুমুল জনপ্রিয়। টার্মিনেটর নিয়ে এবার অ্যানিমে নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে নেটফ্লিক্স।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের  অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে এই সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়েছে।

অ্যানিমে সিরিজটি আই.জি স্কাইড্যান্স মিডিয়া ও লেখক ম্যাটসন টমলিনের যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে।

অ্যানিমে মূলত 'অ্যানিমেশন ইন জাপান' এর সংক্ষিপ্ত রূপ। জাপানে এর যাত্রা শুরু হলেও সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে অ্যানিমে-জ্বর। বাংলাদেশেও অ্যানিমের অনেক ফ্যান আছে।

প্রোডাকশন আই.জি একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও। ঘোস্ট ইন দ্য শেল, এক্সএক্সএক্সহলিক, ইডেন অব দ্য ইস্ট, সাইকোপাস এর মতো জনপ্রিয় অ্যানিমে সিরিজে তৈরি করে এই স্টুডিও পরিচিত পেয়েছে।

প্রোডাকশন আই.জির মৌলিক অ্যানিমে সিরিজ 'বি: দ্য বিগেনিং' ২০১৮ সালের মার্চে নেটফ্লিক্সে মুক্তি পায়।

দ্য টার্মিনেটর অ্যানিমে সিরিজের ট্রেইলার। সূত্র: ইউটিউবে নেটফ্লিক্সের আনুষ্ঠানিক চ্যানেল

ট্রেলার থেকে এও জানা যাচ্ছে যে, নেটফ্লিক্সের প্রোজেক্ট পাওয়ারের স্ক্রিপ্ট লেখক ম্যাট টমলিনও এর সঙ্গে যুক্ত থাকবেন।

সূত্ররা জানিয়েছেন, এই অ্যানিমে সিরিজের চরিত্রগুলো হবে মৌলিক।

টার্মিনেটর ফ্রাঞ্চাইজের মূল চরিত্রগুলোকে হয়তো এই অ্যানিমেতে দেখা নাও যেতে পারে। এক 'অল্টারনেট টাইমলাইনে' (বিকল্প সময়—মূল সিনেমাগুলো থেকে ভিন্ন) এআই বিজ্ঞানী ম্যালকম লিকে ঘিরে এই অ্যানিমের কাহিনী আবর্তিত হবে। তবে সিনেমার মতো এখানেও ভবিষ্যৎ থেকে এআই নেটওয়ার্ক স্কাইনেট এই বিজ্ঞানীকে হত্যা করার জন্য অতীতে একটি রোবট পাঠাবে। আর্নল্ড শোয়ার্জনিগারের টার্মিনেটরের মতো এখানেও 'ভবিষ্যৎ থেকে' এক সেনা এসে অতীতের বিজ্ঞানী ম্যালকমকে বাঁচানোর চেষ্টা চালাবে। এই কাহিনী অনেকাংশেই ১৯৮৪ সালে মুক্তি পাওয়া প্রথম টার্মিনেটর সিনেমার সঙ্গে মিলে যায়।

এটি এখনো জানা যায়নি যে, ঠিক কখন নেটফ্লিক্স এই অ্যানিমে সিরিজটি মুক্তি দেবে, ট্রেলার শুধু বলছে: 'শিগগির আসছে, শুধু নেটফ্লিক্সে।'

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন মাহমুদ নেওয়াজ জয়

 

Comments

The Daily Star  | English

One-third of local private banks keep NPLs below 10%

Seventeen lenders keep healthier balance sheets amid rising industry bad loans through disciplined lending, close monitoring and strong governance

10h ago