‘ওটা ছিল শুধুই অভিনয়’ চুমুর দৃশ্য নিয়ে ঐশী

‘ওটা ছিল শুধুই অভিনয়’ চুমুর দৃশ্য নিয়ে ঐশী
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

বর্তমানে শাকিব খানের সঙ্গে 'সোলজার' সিনেমায় অভিনয়ে ব্যস্ত জান্নাতুল ফেরদৌস ঐশী। বেশিরভাগ দৃশ্যর শুটিং শেষ। অন্যদিকে, তার অভিনীত নতুন সিনেমা 'নূর' মুক্তি পাচ্ছে আগামী ১০ ডিসেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

'নূর' সিনেমায় ঐশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। আরও দুটি সিনেমায় শুভ ও ঐশী জুটি হয়ে অভিনয় করেছেন।

'নূর' মুক্তির আগেই সিনেমাটির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। সেই দৃশ্যে শুভ-ঐশী জুটিকে চুমু খেতে দেখা গেছে। সম্প্রতি সিনেমার একটি গান মুক্তি পর নিশ্চিত হওয়া গেছে যে দৃশ্যটি এই সিনেমারই।

দৃশ্যটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়, যা এখনো চলছে। কেউ কেউ বলছেন, মুক্তির আগে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতেই প্রচারণার কৌশল হিসেবে এমন দৃশ্য প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঐশী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নূর' সিনেমায় আমি অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। ওটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এটা শুধু অভিনয়ই ছিল, অন্য কিছু নয়। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই।

‘ওটা ছিল শুধুই অভিনয়’ চুমুর দৃশ্য নিয়ে ঐশী
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'এখানে চুমুর দৃশ্যের বদলে অন্য যেকোনো কিছুই থাকতে পারত। যেমন: নায়ককে ধাক্কা দেওয়া কিংবা চড় মারা। এমন কিছু থাকলে অভিনয়ের অংশ হিসেবে সেটিই আমাকে করতে হতো।'

সিনেমার গান মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ভালো সাড়া পাচ্ছি। কাছের ও পরিচিত মানুষেরা বেশ প্রশংসা করছেন। আমার লুক নিয়েও প্রশংসা করছেন। সব মিলিয়ে দারুণ সাড়া পাচ্ছি।

আরিফিন শুভ ও আপনাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেছে নানা সময়ে। 'নূর' সিনেমা মুক্তির সময়েও আবারও এই প্রসঙ্গ সামনে এসেছে। জবাবে এই নায়িকা বলেন, দেখুন, গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জনের কোনো সত্যতা নেই। তার সঙ্গে আমার একটা সম্মানজনক সম্পর্ক। শিল্পী সম্পর্ক আমাদের। শুটিং কিংবা সিনেমা বিষয়ক অনুষ্ঠান ছাড়া কখনোই আমাদের দেখাও হয় না।

দুজনের মধ্যে বন্ধুত্ব আছে কি না, জানতে চাইলে ঐশী বলেন, নেই। বন্ধু হলে রাত তিনটায় ফোন করা যায়। বন্ধু হলে জীবনের অনেক কিছু শেয়ার করা যায়, অনেকবার দেখা হতো। কিন্তু আমাদের মধ্যে এমন কিছুও নেই। শিল্পী হিসেবে পরস্পরের মধ্যে ভালো ও সম্মানজনক সম্পর্ক আছে।

'আরিফিন শুভ আমার তিনটি সিনেমার নায়ক। কাজ ছাড়া তার সঙ্গে কখনো দেখা হয় না। আমাকে তিনি স্নেহ করেন। আমিও তাকে সম্মান করি।'

‘ওটা ছিল শুধুই অভিনয়’ চুমুর দৃশ্য নিয়ে ঐশী
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন কিছু খুঁজে পায় না, তখনই এমন গুঞ্জন ছড়ানো হয়। এতে করে আমরা বিড়ম্বনার শিকার হই। আমরা সহশিল্পী। বাকি সব মিথ্যা।

'নূর' সিনেমার পরিচালক রায়হান রাফী সম্পর্কে ঐশী বলেন, পরিচালক হিসেবে তিনি অনেক দূর চলে গেছেন। সবার কাছে এটি প্রমাণিত। একাধিকবার প্রমাণ করেছেন কাজ দিয়ে। ভীষণ মেধাবী পরিচালক। কিছু ম্যাজিক করতে পারেন তিনি। সেজন্য তার সিনেমা হিট হয়।

এদিকে, শাকিব খানের সঙ্গে 'সোলজার' সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এই সিনেমার সবাই পেশাদার। এজন্যই ভালো একটি কাজ হচ্ছে। দর্শকদের ভালো লাগবে। এই সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করছি।

'শাকিব খান খুব ভালো একজন মানুষ। নায়ক হিসেবে কত বড় তা সবারই জানা। তার কাছ থেকে শেখার আছে অনেক। সেটে যখন থাকেন, মাথা ঠান্ডা করে কাজ করেন। শতভাগ পেশাদার বলেই এতদূর এসেছেন। একজন শাকিব খান হওয়া অত সহজ নয়। অসম্ভব পেশাদার তিনি।'

Comments

The Daily Star  | English

How Bangladesh fought a global war without guns

Prof Rehman Sobhan recounts the lesser-known diplomatic battle of 1971

3h ago