‘মানুষের ভালোবাসা নিয়েই এতদূর এসেছি’

ডলি জহুর একজন গুণী অভিনয়শিল্পী। দীর্ঘ কয়েক দশক ধরে সুনামের সঙ্গে অভিনয় করছেন। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে অর্জন করেছেন বিপুল খ্যাতি। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। নাটকের পাশাপাশি প্রচুর সিনেমাও করেছেন। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা ও একুশে পদক পেয়েছেন।
এখনো নিয়মিত অভিনয় করছেন ডলি জহুর। দীর্ঘদিন পর তিনি অভিনয় করছেন বিটিভির একটি নাটকে। তৌকীর আহমেদ পরিচালিত এই নাটকের নাম 'ধূসর প্রজাপতি'। সেখানে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
ডলি জহুর বলেন, 'ধূসর প্রজাপতি' নাটকে অভিনয় করে সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। খুব প্রশংসা করছেন অনেকেই। বারবার একটি কথাই বলছেন—নব্বই দশকের ফিল পাওয়া যাচ্ছে। বড় কথা হচ্ছে মানুষ নাটকটি দেখছেন।
তিনি বলেন, গল্পটা ভালো। পরিবারের গল্প। আমাদের যাপিত জীবনের গল্প। যে কেউ নাটকটি দেখে বলবেন—এটা আমাদের চেনা গল্প।
এতদিন পর দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করার বিষয়ে ডলি জহুর বলেন, ভালো লেগেছে বলেই কাজটি করেছি। গতানুগতিক কাজ নয়। একটু অন্যরকম তো বটেই। তাই প্রস্তাব পাওয়ার পর আনন্দে রাজি হয়েছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুটিং করার সময় আমার পায়ে ব্যথা ছিল। হাঁটতে কষ্ট হত। তারপরও দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে কাজটি করেছি। কাজটি উপভোগ করেছি।
তৌকীর আহমেদের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে ডলি জহুর বলেন, তৌকীর আহমেদ একজন মেধাবী পরিচালক। ভালো একজন অভিনেতা। গোছানো কাজ করেন। হায়াত ভাই (আবুল হায়াত) যেমন গোছানো কাজ করেন, তৌকীর আহমেদও তাই।
আরেক গুণী অভিনেতা আল মনসুরের সঙ্গে অভিনয় করেছেন ডলি জহুর। এ বিষয়ে তিনি বলেন, আল মনসুর ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ করেছি। তিনি একজন বড় মাপের অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।
বিটিভির আগের সময়ের নাটকের বিষয়ে ডলি জহুর বলেন, আগে তো একটি মাত্র চ্যানেল ছিল। সবার মনোযোগ ছিল সেখানে। আমরা তো অনেক কিছু দেখলাম। তারপরও বলছি, এখনো ভালো কাজ হচ্ছে। মানুষ ভালো কাজটিই গ্রহণ করছেন দিনশেষে। 'ধূসর প্রজাপতি' তার অন্যতম উদাহরণ।
নাটক-সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে আলাদা একটা অবস্থান গড়ে তুলেছেন। এই সময়ে এসে মায়ের চরিত্রে অভিনয় করার অনুভূতি কেমন? জানতে চাইলে তিনি বলেন, মায়ের চরিত্রে অভিনয় করার অনুভূতি সবসময়ই ভালো। এই অনুভূতি বলে শেষ করা যাবে না। অনেকেই আমাকে মা বলে ডাকেন, খুব ভালো লাগে।
আলোচিত 'শঙ্খনীল কারাগার' সিনেমার রাবেয়া চরিত্রটির কথা স্মরণ করে ডলি জহুর বলেন, রাবেয়া চরিত্রটি করে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক মানুষ প্রশংসা করেছেন। এখনো প্রশংসা পাই।
'মানুষের ভালোবাসা নিয়েই এতদূর এসেছি। শিল্পের পথে দীর্ঘদিন ধরে পথ চলছি। মানুষের ভালোবাসা বড় পাওয়া।'
Comments