ফেসবুকের সব ভিডিও এখন থেকে ‘রিলস’

ভারতের মুম্বাইয়ের এক সম্মেলনে মেটা প্ল্যাটফর্মের লোগোর পেছনে অংশগ্রহণকারীদের দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
ভারতের মুম্বাইয়ের এক সম্মেলনে মেটা প্ল্যাটফর্মের লোগোর পেছনে অংশগ্রহণকারীদের দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও এখন থেকে 'রিলস' হিসেবে দেখানো হবে। এ বিষয়ে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা সব ধরণের ভিডিও কনটেন্ট 'রিলস' ফরম্যাটে  সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন।

'ভিডিও' ট্যাবের নামেও পরিবর্তন আনছে ফেসবুক। নতুন নাম হবে 'রিলস' ট্যাব।

শিগগিরই কার্যকর হবে এই নতুন ফিচার। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে।

নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা। যার ফলে ছোট, বড় ও লাইভ সব ধরনের ভিডিও কনটেন্টই 'রিলস' হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।

যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই।

ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। 'রিলস' ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে।

তবে যেসব ইউজারের ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে সেটিং এ পরিবর্তন আনতে হবে বা নতুন করে অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

মেটা আশা করছে, নতুন এসব পরিবর্তন ইউজারদের উপকারে আসবে। তারা ফেসবুকে আরও সৃজনশীল হওয়ার সুযোগ পাবেন।

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

9h ago