ফেসবুকে রিলস চুরি ঠেকাতে মেটার নতুন টুল

ছবি: রয়টার্স

মেটা তাদের প্ল্যাটফর্মে কপি-ক্যাট বা চুরি করা কনটেন্টের বিরুদ্ধে নজরদারি আরও কঠোর করেছে। টেক জায়ান্ট কোম্পানিটি ফেসবুক রিলস নির্মাতাদের জন্য একটি নতুন টুল চালু করেছে। এই টুল অন্য অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া পুনরায় কনটেন্ট পোস্ট ঠেকাবে বলে ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়।

গত ১৭ নভেম্বর 'কনটেন্ট প্রোটেকশন' নামের একটি টুল উন্মুক্ত করেছে মেটা। এটি ব্যবহারকারীদের রিলস নিরাপদ ও নিয়ন্ত্রণে রাখার সুবিধা দেবে। এটি ফেসবুক অ্যাপের প্রোফেশনাল ড্যাশবোর্ডে পাওয়া যাবে। যাদের ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আছে এবং মেটার কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলে তারাই এই টুল ব্যবহার করতে পারবেন।

মেটা সংবাদ বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীর মৌলিক কাজই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই এটি রক্ষা করতে টুল থাকা উচিত। এ কারণেই আমরা কনটেন্ট প্রোটেকশন এনেছি। এটি শক্তিশালী, তবে সহজ টুল এবং ব্যবহারকারীর রিলস রক্ষা করবে। এ বছর আমাদের লক্ষ্য হলো, প্রকৃত নির্মাতাদের সফল হতে সহায়তা করা।

এই টুল কীভাবে কাজ করবে

ব্যবহারী কনটেন্ট প্রোটেকশনে নিবন্ধন করার পর—

  • মেটা রাইটস ম্যানেজার ব্যবহারকারীর রিলস স্ক্যান করবে।
  • কেউ রিলস পুরো বা আংশিকভাবে ব্যবহার করলে সিস্টেম তা শনাক্ত করবে।
  • তখন ফেসবুক ব্যবহারকারীর নোটিফাই করবে।
  • এরপর ব্যবহারকারী চাইলে অ্যাকশন নিতে পারবেন।

কেউ কপি বা চুরি করলে প্রকৃত নির্মাতা ৩টি অ্যাকশন নিতে পারবেন। যথাক্রমে ট্রাক, ব্লক ও রিলিজ।

ট্রাক (ডিফল্ট অপশন)

মিল পাওয়া রিল ফেসবুকে দেখা যাবে। তবে প্রকৃত নির্মাতা এর পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন। তিনি চাইলে পরে অ্যাকশন পরিবর্তন করতে পারবেন। আবার চাইলে 'অরিজিনাল বাই' লেবেল লাগাতে পারবেন, যা প্রকৃত ব্যবহারকারীর পেজে লিংক দেবে।

ব্লক

মিল পাওয়ার পর প্রকৃত ব্যবহারকারী ব্লক করলে ওই রিল আর দেখা যাবে না। তবে অন্য অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

রিলিজ

চাইলে ব্যবহারকারী তার দাবি ছেড়ে দিতে পারেন। চাইলে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টকে অনুমোদনের তালিকায় যুক্ত করে কনটেন্ট ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

Comments

The Daily Star  | English

What we know about Australia's Bondi Beach attack

An attack by a father and son on a Jewish Hanukkah celebration at Sydney's Bondi Beach killed 15 people

44m ago