এবার ইউজারের পুরো স্ক্রিন দেখবে এআই

মাইক্রোসফটের এআই কোপাইলট। ছবি: সংগৃহীত
মাইক্রোসফটের এআই কোপাইলট। ছবি: সংগৃহীত

ভাবুন তো, আপনি কম্পিউটার স্ক্রিনে কাজ করছেন, আর একজোড়া চোখ চুপচাপ সব কিছু দেখছে। শুধু দেখছে না, বুঝতেও পারছে কোথায় কি হচ্ছে। নিমিষে বিশ্লেষণ করে চলেছে আপনার সব কাজ। ব্যাপারটা কেমন ভুতুড়ে, তাই নয় কি?

তবে এই চোখ মানুষের নয়। এটি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী কোপাইলটের নতুন ফিচার।

সম্প্রতি 'কোপাইলট ভিশন' নামের নতুন এই আপডেট চালু করেছে মাইক্রোসফট। যার মাধ্যমে ইউজারের কম্পিউটার স্ক্রিন দেখতে ও বিশ্লেষণ করতে পারবে এআই।

এর আগে কোপাইলট ভিশন একসঙ্গে সর্বোচ্চ দুইটি অ্যাপ বিশ্লেষণ করতে পারত। এখন কম্পিউটারে আপনি যা যা করবেন, তার সবই বিশ্লেষণের সক্ষমতা অর্জন করেছে কোপাইলট।

তবে ইউজার চাইলে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন। পুরো ডেস্কটপ, কিছু নির্দিষ্ট অ্যাপ বা শুধু ব্রাউজার পর্যবেক্ষণ-বিশ্লেষণ—এভাবে আপনি কোপাইলটের নজরদারি নির্ধারণ করে দিতে পারবেন।

কোপাইলটের ইন্টারফেসে চশমার আইকনে ক্লিক করে স্ক্রিন শেয়ারের অনুমতি দিলেই ফিচারটি চালু করতে পারবেন ইউজাররা।

গত ১৫ জুলাই একটি ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, আপডেটটি আপাতত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। তাদের আশাবাদ, এই ফিচার ডেস্কটপ ইউজারদের এআই ব্যবহারের অভিজ্ঞতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইউজাররা এই টুলের মাধ্যমে সৃজনশীল কাজের মূল্যায়ন, সিভি লেখা ও এর মানোন্নয়নের মতো কাজগুলো করতে পারবেন। এমন কী, নতুন কোন গেম খেলার সময় কোপাইলটও আপনাকে পথও বাতলে দিতে পাড়বে।

গত বছরে পরীক্ষামূলকভাবে 'এজ ব্রাউজারে' কো-পাইলট ভিশন চালু করা হয়। এখন এই ফিচারকে আরও বিস্তৃত করতে বিভিন্ন প্লাটফর্মে যুক্ত করছে মাইক্রোসফট।

Comments

The Daily Star  | English

Awami League tenure: ACC probing 15yrs of financial irregularities

The Anti-Corruption Commission (ACC) has launched an investigation into alleged corruption by individuals, financial institutions, industrial groups, and loan defaulters during the Awami League’s 15-year tenure, which it claims led to the destruction of the country’s financial system.

5h ago