অ্যাপল ভিশন প্রো: হেডসেট পরলেই কম্পিউটার

অ্যাপল ভিশন প্রো: হেডসেট পরলেই কম্পিউটার
ছবি: অ্যাপল

বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত; যখন অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের দীর্ঘ প্রতীক্ষিত অগমেন্টেড রিয়েলিটি (এআর) হেডসেট 'অ্যাপল ভিশন প্রো' বাজারে আনার ঘোষণা দিয়েছে।

দীর্ঘ ৭ বছর ধরে ডিভাইসটি নিয়ে কাজ করার পর সেটি বাস্তব রূপ পেয়েছে। 

অ্যাপল টেলিভিশন ও গাড়ি নিয়ে নানা গুজবের পর এবার এআর হেডসেটের বিষয়টি বাস্তব রূপ পেল।

এ বিষয়ে অ্যাপল সিইও টিম কুক বলেছেন, 'আমি বিশ্বাস করি, অগমেন্টেড রিয়েলিটি অসামান্য একটি প্রযুক্তি।'

২০১৫ সালে অ্যাপল ওয়াচ চালু হওয়ার পর থেকে তাদের পণ্য তালিকায় যুক্ত হলো অ্যাপলের আরও একটি পণ্য।

এই হেডসেটটির ব্যাটারি লাইফ পাওয়া যাবে ২ ঘণ্টা। আগামী বছররের শুরুর দিকে ভিশন প্রো যুক্তরাষ্ট্রের বাজারে, পরে বিশ্বের অন্যান্য স্থানে পাওয়া যেতে পারে। গেজেটটি দেখতে অনেকটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মতো হলেও বেশ হালকা পাতলা।

এ বিষয়ে ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৯ লাখ হেডসেট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল।

অ্যাপল ভিশন প্রো'র দাম ধরা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার।

Comments

The Daily Star  | English

Fire erupts in Dhaka's Korail slum

11 firefighting units at the scene; five more on the way

1h ago