আইফোন রাখতে অ্যাপলের ‘মোজা’, দাম ২৮ হাজার টাকা

আইফোন পকেট। ছবি: সংগৃহীত

প্রযুক্তিপ্রেমীদের অবাক করে আবারও অদ্ভুত পণ্য এনেছে অ্যাপল। এবার তারা তৈরি করেছে মোজার মতো দেখতে এমন এক ব্যাগ, যাতে ফোন রাখা যায়। নাম দিয়েছে 'আইফোন পকেট'। ব্যাগটি তৈরি করেছে জাপানের বিখ্যাত ডিজাইনার ইসেই মিয়াকের স্টুডিও।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত সংস্করণের এই পণ্যের দাম ২২৯ দশমিক ৯৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা। নীল, বাদামি ও কালো রঙে পাওয়া যাচ্ছে। ছোট সংস্করণও আছে, যার দাম ১৪৯ দশমিক ৯৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার টাকা। ছোট ব্যাগটি হাতে ঝুলিয়ে বা ব্যাগে বেঁধে ব্যবহারের উপযোগী।

অ্যাপল জানায়, 'অতিরিক্ত পকেট তৈরির ধারণা' থেকেই তাদের এই উদ্যোগ। যেকোনো মডেলের আইফোনের সঙ্গে দৈনন্দিন ছোট জিনিসপত্রও রাখা যাবে এই পকেটে। এটি ফ্যাশন আর প্রযুক্তির নতুন সংমিশ্রণ।

অনেকেই মনে করছেন, এটি ২০০৪ সালে স্টিভ জবসের 'আইপড সক'র নতুন সংস্করণ ছাড়া কিছু নয়। তখন জবস মজার ছলে বলেছিলেন, 'বিপ্লবিক এক পণ্য এটি'। তবে পণ্যের দাম অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা–সমালোচনা। 

প্ল্যাটফর্ম এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, 'একখানা কাটা মোজার দাম ২৩০ ডলার! অ্যাপলের নাম থাকলেই সবকিছুর জন্য টাকা দেবে এর ভক্তরা।'

আরেকজন আবার পকেটটিকে কমিক চরিত্র বোরাটের পরা নিয়ন-সবুজ ম্যানকিনির সঙ্গে তুলনা করেছেন। তবে কেউ কেউ অদ্ভুত এই পণ্যের ধারণাকে ভিন্নভাবে দেখছেন। প্রযুক্তি বিশ্লেষক এমজি সিগলার বলেন, আইফোনকে ধীরে ধীরে পরিধানযোগ্য ডিভাইসে রূপান্তরিত করার চলমান প্রবণতার অংশ এটি।একইসঙ্গে পোশাকে একটু রঙ ও নতুনত্ব যোগ করবে এই পকেট। 

এর আগে চলতি বছর অ্যাপল বাজারে আনে আইফোন ক্রসবডি স্ট্র্যাপ, যার দাম ছিল ৫৯ ডলার।

শুক্রবার থেকে অনলাইনে বিক্রি হচ্ছে আইফোন পকেট। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু অ্যাপল স্টোরেও পাওয়া যাচ্ছে। দাম ও ডিজাইন দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, অ্যাপলের এই নতুন ব্যাগ সত্যিই প্রয়োজনীয় কি না, নাকি শুধু শো-অফ করার নতুন উপকরণ?

Comments

The Daily Star  | English

NEIR launch deferred to January 1

NEIR was scheduled to be implemented on December 16 this year

1h ago