সংঘাতপূর্ণ অঞ্চল থেকে চোরাচালানকৃত খনিজ ব্যবহারের অভিযোগ অ্যাপলের বিরুদ্ধে

ছবি: রয়টার্স

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে চোরাচালান করা খনিজ ব্যবহারের অভিযোগ এনেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। এ অভিযোগে ফ্রান্স ও বেলজিয়ামের আদালতে ফৌজদারি মামলা করেছে দেশটি।

আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিআর কঙ্গো সরকারের আইনজীবীরা এক বিবৃতিতে অভিযোগ করেন, দেশটির সংঘাতপূর্ণ অঞ্চল থেকে টিন, ট্যান্টালাম ও টাংস্টেন ধাতু সংগ্রহ করে তা আন্তর্জাতিক সাপ্লাই চেইনের মাধ্যমে চোরাচালান করা হচ্ছে এবং অ্যাপল সেগুলো কিনছে।

এই চোরাচালানের মাধ্যমে মিলিশিয়া ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো অর্থের যোগান পাচ্ছে, যা 'সহিংসতা ও সংঘাতের একটি চক্র সৃষ্টি করেছে'। এই চক্র জোরপূর্বক শিশুশ্রম ও পরিবেশ ধ্বংসে অবদান রাখছে বলেও অভিযোগ করেন আইনজীবীরা।

অ্যাপল এসব অভিযোগ অস্বীকার করেছে।

মামলাটি এগিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে ফ্রান্স ও বেলজিয়ামের কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল খনিজের একটি বড় উৎস। এসব খনিজের বৈশ্বিক চাহিদা কয়েক দশক ধরে সেখানে যুদ্ধ ও সংঘাত উসকে দিচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ডিআর কঙ্গোর সরকারিভাবে নিবন্ধিত বৈধ খনি ও সশস্ত্র গোষ্ঠীদের পরিচালিত খনি থেকে সংগৃহীত খনিজ পার্শ্ববর্তী রুয়ান্ডায় চোরাচালান হয়। এসব খনিজ পরে মোবাইল ফোন ও কম্পিউটার তৈরিতে ব্যবহৃত হয়।

রুয়ান্ডা অ্যাপলের বিরুদ্ধে ডিআর কঙ্গোর এই আইনি ব্যবস্থাকে 'মিডিয়া স্টান্ট' বলে অভিহিত করেছে। তারা অ্যাপলের কাছে সংঘাতপূর্ণ অঞ্চলের খনিজ বিক্রির অভিযোগ অস্বীকার করেছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago