নতুন ব্যবহারকারীদের জন্য বন্ধ হচ্ছে অ্যাপলের ‘ক্লিপস’

অ্যাপল ধীরে ধীরে তাদের ক্লিপস অ্যাপ বন্ধের পথে হাঁটছে। কোম্পানিটি ইতোমধ্যে অ্যাপ স্টোর থেকে ক্লিপস সরিয়ে দিয়েছে এবং জানিয়েছে আর কোনো আপডেট করা হবে না।
প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অ্যাপলের ওয়েবসাইটের একটি সাপোর্ট পেজে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে নতুন ব্যবহারকারীরা ক্লিপস ডাউনলোড করতে পারবেন না।
তবে পুরনো ব্যবহারকারীরা চলতি বা আগের আইওএস ও আইপ্যাডওএস ভার্সনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। প্রয়োজন হলে তারা তাদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে পুনরায় অ্যাপটি ডাউনলোডও করতে পারবেন।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আপডেট না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে ক্লিপস ব্যবহার করা কঠিন হয়ে যাবে। তাই অ্যাপল ব্যবহারকারীদের ক্লিপস ভিডিও (ইফেক্টসহ বা ছাড়া) ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে। যেন অন্যান্য অ্যাপ ব্যবহার করে ভিডিও দেখা ও সম্পাদনা করা যায়।
স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে ২০১৭ সালে চালু হয় ক্লিপস। অবশ্য এটি কোনো সামাজিকমাধ্যম না হলেও ব্যবহারকারীরা ফটো কোলাজ ও ভিডিও ফিল্টার, ইমোজি ও মিউজিকের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারতেন।
Comments