পৃথিবীর কক্ষপথে এ পর্যন্ত ১০ হাজারের বেশি স্যাটেলাইট পাঠিয়েছে স্পেসএক্স

ইলন মাস্কের স্পেসএক্স পৃথিবীর কক্ষপথে অবিরত স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। এবার তারা ১০ হাজার স্যাটেলাইট পাঠানোর বড় মাইলফলক স্পর্শ করেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশবলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া থেকে কোম্পানিটির দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়। প্রতিটি রকেটে স্টারলিংকের ২৮টি করে স্যাটেলাইট আছে। অর্থাৎ একসঙ্গে ৫৬টি নতুন স্যাটেলাইট যুক্ত হয়েছে কক্ষপথে।
ফলে স্পেসএক্স এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে ১০ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে বলে কোম্পানিটি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে।
তবে সব স্যাটেলাইট সক্রিয় নয়। কিছু পুরনো স্যাটেলাইট ইতোমধ্যেই নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গেছে।
স্টারলিংক হলো স্পেসএক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে।
কোম্পানিটি প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করে ২০১৮ সালে। আর ২০১৯ সালে পাঠানো হয় প্রথম ৬০টি কার্যকরী স্যাটেলাইট। তারপর থেকে নিয়মিতভাবেই এই নেটওয়ার্ক বড় হয়েছে।
SpaceX has now launched more than 10,000 Starlink satellites to date, enabling reliable high-speed internet for millions of people all around the world https://t.co/RDBIjiGcrK
— Starlink (@Starlink) October 19, 2025
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, এর ফলে মহাকাশে আবর্জনা বাড়ছে বলে বিজ্ঞানীদের উদ্বেগ আছে। তবুও স্পেসএক্স তাদের পরিকল্পনা অব্যাহত রেখেছে।
বর্তমান মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন স্পেসএক্সকে মোট ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে।
তবে তারা ভবিষ্যতে আরও ৩০ হাজার নতুন স্যাটেলাইট যুক্ত করার পরিকল্পনা করেছে। এতে তারা পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্কে পরিণত হবে।
Comments