কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানে পাঠাও পেলো এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট পুরস্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন পাঠাও-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফাহিম আহমেদ। ছবি: সংগৃহীত

কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট পুরস্কারে ভূষিত হয়েছে ডিজিটাল সার্ভিস কোম্পানি পাঠাও।

পাঠাও-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফাহিম আহমেদ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 'বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

২০১৫ সালে সূচনার পর থেকে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস ব্যবসায় এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে পাঠাও।

ফাহিম আহমেদ বলেন, 'প্রযুক্তি ও উদ্ভাবনে দেশীয় চ্যাম্পিয়ন পাঠাও বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে। জীবনমান উন্নত করার লক্ষ্যে যারা কাজ করতে প্রস্তুত, তাদের ক্ষমতায়নে আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি পেয়ে আমরা গর্বিত।'

নেপাল ও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাঠাও ১ কোটিরও বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারী ও ছোট ব্যবসায়ীকে সেবা দিয়ে আসছে।

Comments

The Daily Star  | English

The war after the war: Pakistan’s POWs and postal propaganda

Postal evidence supports the view that a propaganda campaign was underway as soon as the army surrendered.

23h ago