ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: আসিফ সালমান

রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই ভবনের মাঝ থেকে মুশফিকুজ জামান (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানান, গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুশফিকুজকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন ও ডা. ফরাসউদ্দিন ভবনের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ আশপাশের ভবনগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। এতে দেখা যায়, বিকেল ৪টার কিছু আগে ১০ তলা প্রশাসনিক ভবনের সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে যান মুশফিকুজ জামান। তার আগে বা পরে কাউকে ওই ছাদে যেতে দেখা যায়নি বলে জানান ওসি হাবিবুর।

ওসি বলেন, এটি দুর্ঘটনা, হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে কিছুই নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের চাচা মনিরুজ্জামান মনির বলেন, 'লাফিয়ে পড়ার কোনো কারণ দেখি না আমরা।'

মুশফিকুজ জামান পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকতেন।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina verdict

Prosecution appeals SC to upgrade life sentences of Hasina, Kamal to death

The prosecution has filed an appeal on eight grounds, challenging the tribunal’s verdict

7m ago