মানিকগঞ্জে বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জ পৌরসভার আবাসিক একটি ভবনের ফ্ল্যাট থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে মা শিখা আক্তার (২৯), ৯ বছরের ছেলে আরাফাত ইসলাম আলভী এবং দুই বছরের মেয়ে সাইফা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, বন্ধ ফ্লাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু ফ্ল্যাট ভেতর থেকে তালাবদ্ধ ছিল সেহেতু মা দুই শিশুসন্তানকে হত্যার পর নিজেও বিষ পানে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, শিখা আক্তারের স্বামী শাহীন আহমেদ (৪২) দুই মাস আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান। তার আগে ইজিবাইক চালাতেন তিনি। মাস দেড়েক হয় তারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। তাদের বাসার বাইরে কখনো দেখা যায়নি। ইলেকট্রিক বিলের টাকা চাওয়ার জন্য আজ সকাল তার দরজায় নক করলে কোনো সাড়া পাওয়া যায় না। পরে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে তিনটি মরদেহ দেখতে পায়।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

2h ago