১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানে ১৮৮০ অফিসার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৮৮০টি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

যেসব ব্যাংকে নিয়োগ দেওয়া হবে

সোনালী ব্যাংক পিএলসি ২২৬টি, রূপালী ব্যাংক পিএলসি ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৩৯টি, বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১ হাজার ২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৮টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন ২০টি, কর্মসংস্থান ব্যাংক ৮টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৩৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ২০টি, পল্লী সঞ্চয় ব্যাংক ১৭টি।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে

২. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলো ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

৩. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd/ প্রবেশ করে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তবে যেসব প্রার্থীর আগে নিবন্ধন করা আছে তারা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবেদন ফি

২০০ টাকা (আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে)

আবেদনের শেষ সময়

৩০ নভেম্বর ২০২৫

দ্য ডেইলি স্টারে প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি

Comments

The Daily Star  | English

State mourning being observed over death of Hadi

National flag lowered nationwide

36m ago

Unbowed

9h ago