ব্যাংকে ১০১৭ সিনিয়র অফিসার নিয়োগে আবেদন শুরু

বাংলাদেশে ব্যাংক একীভূতকরণ ২০২৫
প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত নয় ব্যাংক ও দুই আর্থিকপ্রতিষ্ঠানে 'সিনিয়র অফিসার (সাধারণ)' পদে এক হাজার ১০১৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী, ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
বয়স: এ বছরের ১ জুলাই পর্যন্ত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা

ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে। 

খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

গ) কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের https://erecruitment.bb.org.bd/ লিংকে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

যেসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে

সোনালী ব্যাংক পিএলসি ১১৮টি, অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি, রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ০৬টি, কর্মসংস্থান ব্যাংক ১৮টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি, পল্লী সঞ্চয় ব্যাংক ১১৪টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১৫টি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৫টি।

বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিন

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago