বঙ্গভবন অভিমুখে হাজারো শিক্ষার্থীর মিছিল, ঢাকায় তীব্র যানজট

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে স্মারণলিপি দিতে বঙ্গভবনের দিকে যাওয়ার সময় কয়েক দফায় পুলিশি বাধায় পরে। ফলে সড়কগুলো অবরুদ্ধ হয়ে পরে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয় রাস্তায়। ছবি: পলাশ খান/স্টার

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাওয়ায় ঢাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

শাহবাগ, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব সড়কে গাড়ি আটকে আছে।

আজ রোববার দুপুরে মিছিলটি গুলিস্তান জিরোপয়েন্টে পুলিশের ব্যারিকেডের সামনে পড়লে তীব্র যানজট তৈরি হয়।

এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরাও এই মিছিলে যোগ দেন।

 

Comments

The Daily Star  | English

Burnt stations hindering probes

Following the filing of a rape case on April 9 last year, Adabor police launched an investigation. Forensic and DNA tests were conducted at Dhaka Medical College Hospital.

1d ago