ঢাবি-সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনায় ‘মর্মাহত’ প্রো-ভিসি মামুন

ভিডিও বার্তা দিচ্ছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: ভিডিও থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত' উল্লেখ করে এ ঘটনায় 'গভীরভাবে মর্মাহত' হয়েছেন বলে জানিয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ সোমবার ভোররাত দেড়টার দিকে এক ভিডিও বার্তায় বলেন, 'গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত।'

তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে, তা প্রশমনের জন্য সবপক্ষকে ধৈর্যধারণ করতে আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি।'

রোববার রাত ১১টার দিক ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুনের বাসভবন ঘেরাও করতে যাওয়ার সময় পুলিশের বাধায় সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এফ রহমান হলের সামনে পাল্টা অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পৌনে ২টায় এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia health update

Khaleda Zia’s condition stable, under close medical observation: Fakhrul

BNP asks media to rely only on Khaleda’s personal physician for health updates

37m ago