চাকসু নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

ছবি: এস এম মাহফুজ আহমেদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ আগস্ট ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

চাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলো আমাদের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করেছি, তবে সবগুলো মেনে নেওয়া সম্ভব নয়।'

দপ্তর সম্পাদক পদে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিতর্কিত ধারা প্রসঙ্গে তিনি বলেন, 'এখন থেকে এই পদে পুরুষ ও নারী উভয় শিক্ষার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।'

তিনি আরও জানান, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, এমফিল ও পিএইচডি গবেষকরাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে।

'আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই অভিজ্ঞতার আলোকে, চাকসুতেও শিক্ষার্থীরা অংশ নিতে পারবে,' বলেন কামাল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে এবং ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিবছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago